নদিয়া: ভাগীরথী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এক মৎস্যজীবী। ভাগ্য যে এমন প্রসন্ন হবে, ভাবতেও পারেননি ওই ধীবর। জালে টান দিতেই বুঝলেন ওজনদার কিছুই ফেঁসেছে। তা বলে যে ৩০-৩৫ কেজির কাতলা মাছ উঠে আসবে, ভাবতে পারেননি তখনও। নৌকোয় জাল তুলতেই নজরে আসে চকচকে মাছটি। ওই মাছ দেখার জন্য ভিড় হয়ে যায় শান্তিপুর গবার চর এলাকার ভাগীরথীর ধারে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় মৎস্যজীবী গৌতম বিশ্বাস ভাগীরথী নদীতে জাল পেতেছিলেন মাছ ধরার জন্য। জালে প্রথমে একটি ১০ থেকে ১২ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়ে। পরে তিনি দেখেন আরও একটি বিশাল আকৃতির কাতলা মাছ জালে ধরা পড়েছে। ওজন ৩৫ কেজির কাছাকাছি। বৃহস্পতিবার জামাই ষষ্ঠী। তার আগে এমন লাভের মুখ দেখে যারপরনাই খুশি তিনি।
অনেকেই মাছটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। একে একে দাম উঠতে থাকে। মৎস্যজীবী গৌতম বিশ্বাসের দাবি, এই মাছটি বাজারে মূল্য হতে পারে প্রায় কুড়ি হাজার টাকা। তবে এর আগেও ভাগীরথী নদী থেকে বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। কিন্তু ৩৫ কেজি ওজনের কাতলা মাছ আগে কখনও দেখা যায়নি বলেই জানিয়েছেন এখানকার জেলেরা। স্থানীয় পাইকারি বাজারে বিক্রি করা হবে মাছটি। যদি ভাল দাম না পান তাহলে শান্তিপুর আড়তে নিয়ে যাবেন গৌতম।
স্থানীয় কৃষ্ণপদ রাহার কথায়, “নদী যেখানে সবথেকে গভীর সেখানে গিয়ে এই মৎস্যজীবীরা মাছ ধরে আনেন। শুধু জাল পেতেই নয়, নদীতে ডুব দিয়েও মাছ ধরেন তাঁরা। এই ঘাট থেকে প্রায় প্রায়ই বিশাল ওজনের মাছ উদ্ধার হয়। এর আগে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটা কাতলা মাছ ধরা পড়ে। ১০-১২ কেজির ভেটকি মাছও উঠেছিল এখান থেকে।”