BSF: তিন মহিলার ঘোরাঘুরিতে সন্দেহ, জিজ্ঞাসাবাদ করতেই ফাঁস আসল রহস্য

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 12, 2022 | 1:22 AM

Nadia: সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হওয়ায় ওই তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। তল্লাশি শুরু করে।

BSF: তিন মহিলার ঘোরাঘুরিতে সন্দেহ, জিজ্ঞাসাবাদ করতেই ফাঁস আসল রহস্য
উদ্ধার হয়েছে সোনার গয়না।

Follow Us

নদিয়া: তিন মহিলা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। দেখেই সন্দেহ হয় বিএসএফের। এরপরই ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার হন তিন মহিলা পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সোনার গয়না। ভারত বাংলাদেশ গেদে সীমান্তে ৫৪ নম্বর ব্যাটেলিয়নের আওতাধীন এলাকায় সন্দেহজনকভাবে তিনজন ঘোরাফেরা করছিলেন বলে অভিযোগ। সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হওয়ায় ওই তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। তল্লাশি শুরু করে। তল্লাশি সময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে সোনার গয়না উদ্ধার হয় বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া জিনিস শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে পেশ করা হবে।

সীমান্ত এলাকায় প্রায় প্রায়ই পাচারকারীদের হাতেনাতে ধরে বিএসএফ। এই সীমান্ত ধরেই গরু পাচারের অভিযোগ ওঠে বাংলাদেশে। শুধু গরু পাচার নয়, পাশাপাশি নিষিদ্ধ ফেনসিডিল কাফ সিরাপ, টাকা কিংবা সোনার গয়না, সোনার বিস্কুট, রূপোর গয়না পাচারের অভিযোগও ওঠে। তবে অধিকাংশ ক্ষেত্রে পাচারের আগেই ধরা পড়ে যায় পাচারকারীরা। সীমান্তরক্ষী বাহিনীর অতন্দ্র পাহারা গলে মোটেই সহজ হয় না পারাপার।

সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিঘিপাড়া বিওপির জওয়ানরা পাচারের আগে কোটি টাকার সাপের বিষ উদ্ধার করেছিল। জার ভর্তি সেই সাপের বিষ উদ্ধার করা হয়। সপ্তাহ দেড়েক আগে উত্তর ২৪ পরগনার বসিরহাটে স্বরূপনগর থানা এলাকা থেকে রূপোর গয়না উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী। সেখানকার বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা সংলগ্ন ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্ত থেকে ২০ কিলো ৪০০ গ্রাম রূপোর গয়না উদ্ধার হয়। সীমান্ত এলাকার সোনাই নদী। সেই নদীঘাট থেকে প্রায় ১২ লক্ষ টাকার গয়না উদ্ধার করা হয়।

শুধু জিনিস পাচারের চেষ্টাই নয়, এই সীমান্তের চোরাপথ ধরে বহু অনুপ্রবেশেরও অভিযোগ ওঠে। গত মাসেই বসিরহাটের এই ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্ত থেকেই আটজনকে গ্রেফতার করা হয়। ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ঘুরছিলেন তাঁরা। পাঁচজন পুরুষ, তিনজন মহিলা ছিলেন। বিএসএফের সন্দেহ হতেই জিজ্ঞাসাবাদ করে। তখনই জানতে পারে বেআইনিভাবে এই আটজন ভারতে প্রবেশ করেছেন। রবিবার ভারত-গেদে সীমান্ত এলাকা থেকে যে তিনজন মহিলাকে গ্রেফতার করা হয় তাঁদের কাছ থেকে সাতটি সোনার চুড়ি পাওয়া গিয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে তিনটি আংটি, রূপোর হাত বন্ধনী। প্রায় ৩৫ লক্ষ টাকার বেশি মূল্যের জিনিস উদ্ধার হয়েছে রবিবার।

Next Article