তেহট্ট: টাকা তুলতে গিয়ে দুষ্কৃতীদের ছুরির আঘাতে মৃত্যু হল এক গৃহবধুর। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) তেহট্ট থানার শ্রীরামপুর গ্রামে। মৃত গৃহবধুর নাম তহমিনা মালিত্যা (৪১)। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা রাতে ব্যাঙ্কের সহায়তা কেন্দ্রে নিজস্ব প্রয়োজনে কিছু টাকা তুলতে যান। তখনই রাস্তার উপরে আচমকা তাঁর উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। তাঁর পেটে এলোপাথারি ছুরি চালায় দুষ্কৃতিরা। চিৎকার করতে করতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই গৃহবধূ(housewife)।
এদিকে তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে তেহট্ট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে কী কারণে তাঁর উপর এই নৃশংস হামলা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারা তাঁকে খুন করল সে বিষয়েও স্বচ্ছভাবে কিছু জানা যায়নি। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন মৃতার পরিবার। ঘটনার তদন্তে নেমেছে তেহট্ট থানার পুলিশ। রাত ৮ টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা যায়। তবে দুষ্কৃতীরা দলে অনেকে ছিল বলে বলে খবর। এদিকে মহিলার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে।