31st Night Celebration: কোথাও ডিজে, কোথাও ধামসা মাদল, নতুন বছরকে যেভাবে স্বাগত জানাল বাংলা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 01, 2023 | 7:52 AM

31st Night Celebration: দার্জিলিং-এর পাহাড় থেকে দিঘার সমুদ্র, বর্ষবরণের রাতে মুখর গোটা বাংলা।

1 / 5
নতুন বছরকে স্বাগত জানাতে সৈকত নগরীর দিঘায় কার্যত জনসমুদ্র। মন্দারমনি, তাজপুর,শঙ্করপুর,দিঘায় কার্যত একটিও হোটেল খালি নেই। নামানো হয়েছে উইনার্স বাহিনী।

নতুন বছরকে স্বাগত জানাতে সৈকত নগরীর দিঘায় কার্যত জনসমুদ্র। মন্দারমনি, তাজপুর,শঙ্করপুর,দিঘায় কার্যত একটিও হোটেল খালি নেই। নামানো হয়েছে উইনার্স বাহিনী।

2 / 5
বছরের শেষ সূর্যাস্ত দেখতে ভিড় জমেছিল ৩১-এর বিকেলে। হোটেলগুলি রকমারি আলোয় সেজে উঠেছিল। ডিজে পার্টিও চলেছে কোনও কোনও হোটেলে।

বছরের শেষ সূর্যাস্ত দেখতে ভিড় জমেছিল ৩১-এর বিকেলে। হোটেলগুলি রকমারি আলোয় সেজে উঠেছিল। ডিজে পার্টিও চলেছে কোনও কোনও হোটেলে।

3 / 5
বর্ষবরণ নয়, ১৫৪ পাউন্ডের কেক কেটে জলপাইগুড়ি জেলার জন্মদিন পালন বনিক মহল। বন,জঙ্গল আর চা বাগানে ঘেরা জলপাইগুড়ি জেলা ১৫৪ বছরে পা দিল। নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এই কেক আনা হয়েছিল।

বর্ষবরণ নয়, ১৫৪ পাউন্ডের কেক কেটে জলপাইগুড়ি জেলার জন্মদিন পালন বনিক মহল। বন,জঙ্গল আর চা বাগানে ঘেরা জলপাইগুড়ি জেলা ১৫৪ বছরে পা দিল। নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এই কেক আনা হয়েছিল।

4 / 5
পানশালা বা নাইট ক্লাব নয়, জঙ্গলে ঘেরা প্রকৃতির মাঝে ক্যাম্প ফায়ারের মায়াবী আলোয় ধামসা মাদলের তালে  আদিবাসী রমনীদের নাচে জমে উঠল বছর শেষ রাত। মাটির গন্ধ মাখা সেই নাচে যোগ দিয়ে মেতে উঠলেন পর্যটকরাও।

পানশালা বা নাইট ক্লাব নয়, জঙ্গলে ঘেরা প্রকৃতির মাঝে ক্যাম্প ফায়ারের মায়াবী আলোয় ধামসা মাদলের তালে আদিবাসী রমনীদের নাচে জমে উঠল বছর শেষ রাত। মাটির গন্ধ মাখা সেই নাচে যোগ দিয়ে মেতে উঠলেন পর্যটকরাও।

5 / 5
শীতের রাতে পাহাড়েও দেখা গেল বর্ষবরণের উচ্ছ্বাস। গানের তালে পা মেলালেন কচিকাঁচারা।

শীতের রাতে পাহাড়েও দেখা গেল বর্ষবরণের উচ্ছ্বাস। গানের তালে পা মেলালেন কচিকাঁচারা।

Next Photo Gallery