বিজেপির ‘শহিদ’দের কথা মনে করাতে আজ রাজ্যে দুই মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 17, 2021 | 8:25 AM

আজই রাজ্যে আসছেন দুই মন্ত্রী। শহিদ সম্মান যাত্রায় অংশ নেবেন তাঁরা। বিজেপির মৃত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেবেন তাঁরা।

বিজেপির শহিদদের কথা মনে করাতে আজ রাজ্যে দুই মন্ত্রী
ফাইল ছবি

Follow Us

শিলিগুড়ি: শহিদ সম্মান যাত্রায় আজ শিলিগুড়ি আসছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও জন বারলা। বিজেপি সূত্রে খবর, আজ শিলিগুড়িতে একাধিক এলাকায় যাবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অন্যদিকে কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা।

দুই কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে মঙ্গলবার সকাল থেকেই বাগডোগরা বিমানবন্দরে ভিড় জমিয়েছেন দলীয় কর্মী সমর্থকরা। একদিকে, জন বারলাকে স্বাগত জানাতে বহু আদিবাসী নেতা কর্মী ভিড় জমিয়েছেন বাগডোগরা বিমানবন্দরে। অন্যদিকে, নিশীথ প্রামাণিককে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছেন অনন্ত মহারাজের কয়েক হাজার অনুগামী। বিমান বন্দরে হাজির হয়েছেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তাও। রয়েছেন উত্তরের বেশ কয়েকটি জেলার নেতারাও।

বিজেপি সূত্রে জানা গিয়েছে আজ বেলা ১০ টা নাগাদ বিমানবন্দরে নামবেন জন বারলা। অন্যদিকে বিকেলে দিল্লি থেকে বিমান বন্দরে আসবেন নিশিথ প্রামাণিক। দুজনেই শিলিগুড়িতে একাধীক কর্মসূচিতে অংশ নেবেন।

মলত সারা দেশে বিজেপি যে জন আশীর্বাদ যাত্রার আয়োজন করেছে, বাংলায় সেটাই গেরুয়া শিবির শহিদ সম্মান যাত্রা হিসেবে পালন করছে। এই যাত্রায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় নির্বাচিত এ রাজ্যের মন্ত্রীরা গেরুয়া শিবিরের আক্রান্ত ও মৃত পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের বাড়ি যাবেন। বিজেপি অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় এ রাজ্যে ৪০ জনের বেশি বিজেপি কর্মী শহিদ হয়েছেন। বহু কর্মী এখনও ঘরছাড়া, ভিন রাজ্যে থাকতে বাধ্য হচ্ছেন অনেকেই। সেই কারণেই এই শহিদ সন্মান যাত্রা হবে। রাজ্য বিজেপির তরফে শমিক ভট্টাচার্য জানিয়েছেন, ১৭ অগস্ট থেকে এই শহিদ সম্মান যাত্রার সূচনা হবে, চলবে ১৯ অগস্ট পর্যন্ত। অর্থাৎ টানা 3 দিন ধরে এই বিশেষ যাত্রা বের করবে বিজেপি। চার কেন্দ্রীয় মন্ত্রী তথা সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক এই মিছিলের নেতৃত্ব দেবেন।

গতকালই শেষ হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি। তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা কর্মসূচি হিসাবে পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। ৯ অগস্ট শাসকদলের সন্ত্রাস ও ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে মশাল মিছিল বার করে বিজেপি। ১০ অগস্ট ছিল স্বচ্ছতা অভিযান। ১১ অগস্ট বুথ স্তরে বৃক্ষরোপণ কর্মসূচি, ১২ অগস্ট কবাডি ও ফুটবল টুর্নামেন্ট ছিল। ১৩ অগস্ট মহিলাদের ওপর হিংসার প্রতিবাদে পথে নামে মহিলা মোর্চা। সেদিন রাজ্য জুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার ছিল বিজেপি পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচির শেষ দিন। এ দিন রানি রাসমণি রোডে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। প্রথমে সৌমিত্র খাঁ, শীলভদ্র দত্তদের রানি রাসমণি অ্যাভিনিউ থেকে আটক করে পুলিশ। অভিযোগ, পরে গান্ধিমূর্তির পাদদেশ থেকে টানা হ্যাঁচড়া করা হয় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের। আরও পড়ুন: হাইকোর্টে বড় জয় শুভেন্দুর, রাজ্যকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ বিচারপতির

Next Article