North 24 Pargana: জঙ্গলে টেনে নিয়ে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মিনাখাঁয় গ্রেফতার ৫৪ বছরের প্রৌঢ়
North 24 Pargana: খাবারের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তার পাশে একটি জঙ্গলে নিয়ে যায় ৫৪ বছরের ওই প্রতিবেশী। তারপরই চলে নারকীয় অত্য়াচার। নাবালিকার চিৎকার-চেঁচামেঁচি শুনে ছুটে আসে অন্যান্য প্রতিবেশীরা। ছুটে আসে নাবালিকার মা-বাবাও। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত।

মিনাখাঁ: খাবারের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার প্রতিবেশী। ঘটনা মিনাখাঁ থানা এলাকার। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তার পাশে একটি জঙ্গলে নিয়ে যায় ৫৪ বছরের ওই প্রতিবেশী। তারপরই চলে নারকীয় অত্য়াচার। নাবালিকার চিৎকার-চেঁচামেঁচি শুনে ছুটে আসে অন্যান্য প্রতিবেশীরা। ছুটে আসে নাবালিকার মা-বাবাও। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত।
কালবিলম্ব না করে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগ পেতেই অ্য়াকশন নেয় পুলিশ। তদন্তে নেমে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। নাবালিকার ডাক্তারি পরীক্ষাও হয়। এদিনই ধৃতকে বসিরহাট মহকুমা হাসপাতালে তোলা হচ্ছে। আদালতে নাবালিকার গোপন জবানবন্দিও নেওয়া হচ্ছে।
এদিকে পঞ্চাশ ঊর্ধ ওই ব্যক্তি যে ওই কাণ্ড করতে পারেন তা শুনেই থ এলাকার লোকজন। ক্ষোভে ফুঁসছেন নির্যাতিতার পরিবারের সদস্যরাও। ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে সকলেই। চাপানউতোর চলছে এলাকায়।
