Bank Job Scam: ব্যাঙ্কে চাকরির আশায় দিন গুনছিল বিক্রম! প্রতারণার গন্ধ পেতেই ৭ লক্ষ টাকা উদ্ধার করে দিল পুলিশ, গ্রেফতার ৬
Bank Job Scam: ধাপে ধাপে বিভিন্ন নথিপত্রের সঙ্গে দফায় দফায় টাকা চাওয়া হয়। ধাপে ধাপে প্রায় ৭ লক্ষ ২ হাজার টাকা দেয় বিক্রমের পরিবার। কিন্তু, তারপর বেশ কিছুদিন কেটে গেলেও চাকরি আর পাওয়া যায়নি। তখন টাকা ফেরতের কথা বললেও আর তা পাওয়া যায়নি।

বসিরহাট: লাগাতার চাকরির চেষ্টা করছিলেন। কিন্তু সুযোগ মেলেনি কোথাও। শেষে জানুয়ারি সাংবাদপত্রে বিজ্ঞাপন দেখে ব্যাঙ্কে চাকরির আবেদন করেছিলেন বসিরহাটের নৈহাটির বাসিন্দা বিক্রম মজুমদার। আর তারপরই খোয়াতে হয়েছিল ৭ লক্ষেরও বেশি টাকা। চাকরির খোঁজ করতে মাথায় পড়েছিল হাত। শেষ পর্যন্ত এই কেসে বড়সড় সাফল্য পেল বসিরহাট সাইবার ক্রাইম থানা। পুরো টাকাই উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল বিক্রমের হাতে। কিন্তু ঠিক কী ঘটেছিল জানুয়ারি মাসে।
বিক্রম বলছেন ওই সময় সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেখে তিনি একটি নামী ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করেন। যাঁরা দ্রুত যোগাযোগ করবে চাকরির ক্ষেত্রে তাঁরাই অগ্রাধিকার পাবে বলে উল্লেখ করা হয়েছিল বিজ্ঞাপনে। দেওয়া ছিল একটি মোবাইল নম্বর। সেখানে ফোন করতেই ৪০১ টাকা দিয়ে নাম নথিভুক্ত করে ফ্রম ফিলাপের কথা বলে। আর এরপরই শুরু হয়ে যায় খেলা।
ধাপে ধাপে বিভিন্ন নথিপত্রের সঙ্গে দফায় দফায় টাকা চাওয়া হয়। ধাপে ধাপে প্রায় ৭ লক্ষ ২ হাজার টাকা দেয় বিক্রমের পরিবার। কিন্তু, তারপর বেশ কিছুদিন কেটে গেলেও চাকরি আর পাওয়া যায়নি। তখন টাকা ফেরতের কথা বললেও আর তা পাওয়া যায়নি। তখনই তাঁরা বুঝে যান প্রতারণার শিকার হয়েছেন। সমস্ত নথিপত্র দিয়ে বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অবশেষে তদন্তে সাফল্য পেল পুলিশ। একে একে বিভিন্ন সময়ে ঘটনার সঙ্গে যুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শেষ পর্যন্ত উদ্ধার করা গিয়েছে পুরো টাকা।
