বসিরহাট: গরু পাচার-টাকা আত্মসাৎ ও প্রমোটার চক্র সহ বিজেপি জেলা সভাপতির দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় খুনের হুমকি পেতে হল বিজেপি নেতাকে (BJP Leader)। পুলিশ সুপারের কাছে দায়ের হয়েছে অভিযোগ। আর এর জেরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
গত ১৬ অগস্ট একটি সাংবাদিক সম্মেলন করে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার রাজ্য কমিটির প্রাক্তন সদস্য তথা বারাসাতের অবজার্ভার ও মণ্ডল সভাপতি দীপক কুমার সরকার। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে তিনি বিষোদগার করেন। তারপর থেকেই তাঁকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ বসিরহাট সাংগঠনিক জেলার বর্তমান বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে। ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন ওই বর্ষীয়ান বিজেপি নেতা। এমনকী তাঁর স্ত্রী ঝর্ণা সরকারকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ তোলেন।
শুধু তাই নয়, এমনকী ৯৫ বছরের বৃদ্ধা মাকেও ছাড় দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপি নেতার। এই হুমকির পাওয়ার পর বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাস কে এর কাছে লিখিত অভিযোগ করেন। পাশাপাশি বসিরহাট থানায়ও তাপস ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি জেলা সভাপতি তাপস ঘোষ। তিনি বলেন, “উনি দিবাস্বপ্ন দেখছেন। আমি কেন ওনাকে খুনের হুমকি দিতে যাব? ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব। উনি সবসময় এইরকম কথাবার্তা বলেন। ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”
এই ঘটনায় রীতিমতো নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই বিজেপি নেতা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা দীপক কুমার সরকার।
বিষয়টিকে কটাক্ষ করে শাসক দলের বসিরহাট সংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত বলেন, “এই বিজেপিকে মানুষ দেখছে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কী লড়াই করবে নিজেদের মধ্যেই লড়াই করে মরছে। এখনো ক্ষমতায় আসতে পারল না তার আগে নিজেদের মধ্যে দলাদলি ও মারামারি করছে। এরা মতাদর্শগত ভাবে কোনও দলই করে না।”
সেদিন কী অভিযোগ করেছিলেন দীপকবাবু?
বিজেপি নেতা বলেছেন, “তাপস ঘোষ হলেন চাপিয়ে দেওয়া সভাপতি। তাঁর অযোগ্যতা পদে পদে প্রমাণিত হয়েছে। ওম কনস্ট্রাকশানের নামে একটি কোম্পানি রয়েছে। যাঁরা পুকুর ভরাট করে। এই সঙ্গে উনি যুক্ত। আমরা প্রতিবাদ করছি। আমাদের দল একটি বাইক ও চারচাকার গাড়ি পেয়েছিল। তাও বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। অসৎ চক্রকে আমরা বরদাস্ত করব না।”