ব্যারাকপুর: মুক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ব্যাপক উত্তেজনা কাঁকিনাড়া বেল্লে-শংকর এলাকায়। ঘটনায় গ্রেফতার এক প্রৌঢ়। উত্তেজিত জনতা ভাঙচুরও চালালো অভিযুক্তের বাড়িতে। শেষে বাসুদেবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বসেছে পুলিশ পিকেটিং। এলাকার বাসিন্দাদের অভিযোগ, খাবারের লোভ দেখিয়ে বিশেষভাবে সক্ষম ওই নাবালিকাকে ডেকে আনে অভিযুক্ত। তারপরই তাঁকে ধর্ষণ করে। হাতেনাতে ধরাও পড়ে এলাকার বাসিন্দাদের কাছে।
খবর চাউর হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভাঙচুর চলে অভিযুক্তের বাড়িতে। দোষীর কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভও দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। খবর যায় বাসুদেবপুর থানার পুলিশের কাছে। পুলিশ এসে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করে। ঘটনায় সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে। তিনি বলেন, “নির্বাচিত প্রতিনিধিরা কী করল! তাঁদের তো উচিত ছিল মেয়েটার পাশে দাঁড়ানো। পঞ্চায়েত প্রশাসন সব তো ওদের। তারপরেও এ ধরনের ঘটনা ঘটলে মানুষ তো প্রতিবাদ করবেই।”
অন্যদিকে তৃণমূলের জেলা পরিষদের সদস্য বঁলরাম সাঁতরা বলছেন, “আসলে কী হয়েছে আমি জানি না। খবরটা জানার সঙ্গে সঙ্গে আমি বাসুদেবপুর থানায় জানাই। কোনও অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা পুলিশকে স্পষ্ট বলি। একজনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যায় করে থাকলে শাস্তি হবে। তবে যে গ্রেফতার হয়েছে সে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলেই জানি।”