আগরপাড়া: পরিবহন ব্যবসায়ীর বাড়িতে একাই ছিলেন বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবতী। তাঁকে বেঁধে রেখেই দুঃসাহসিক ডাকাতি করল দুষ্কৃতীরা। দীপাবলির আগেই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আগরপাড়া মহাজাতি নগর এলাকায়। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবহন ব্যবসায়ী দিগম্বর সিংহ শুক্রবার রাতে বাড়িতে ছিলেন না। তবে ঘরে তাঁর মেয়ে ছিলেন। তিনি বিশেষ ক্ষমতা সম্পন্ন। জানা গিয়েছে, দীপাবলীর কেনাকাটা করতে কলকাতায় গিয়েছিলেন ব্যবসায়ী ও তাঁর পরিবারের সদস্যরা। সেই সুযোগেই বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। চার থেকে পাঁচজনের ডাকাত দল ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, প্রতিবন্ধী যুবতীর হাত-পা বেঁধে বাড়ির ভেতর অবাধে লুঠপাট চালায় ডাকাত দল।
ঘর থেকে চার পাঁচ জনকে বেরোতে দেখেছিলেন প্রতিবেশীরা। তখনই তাঁরা বিপদ আঁচ করতে পারেন। ঘরে ঢুকে দেখেন সব লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে ওই যুবতী। তারপর প্রতিবেশীরাই খড়দহ থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার বিশাল বাহিনী।
খবর দেওয়া হয় ব্যবসায়ীকেও। পরিবারের দাবি, লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা লুঠ করেছে ডাকাত দল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে আগরপাড়া সাউথ স্টেশন রোড এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, শুক্রবার রাতে যে ঘর ফাঁকা থাকবে, তা জানত দুষ্কৃতীরা। অর্থাৎ তারা পরিচিত হতে পারে অথবা আগে থেকে এলাকা রেইকি করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।