Bengal BJP: শাসকদলের দুর্নীতির প্রতিবাদ, বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 10, 2023 | 6:36 PM

Bengal BJP: শুক্রবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ঘোলায় দু'নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতৃত্ব। সেই সময় বিজেপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। অভিযোগ, জোর করে গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে যান নেতা কর্মীরা। তখনই নাকি পুলিশ তাঁদের উপর লাঠিপেটা করে।

Bengal BJP: শাসকদলের দুর্নীতির প্রতিবাদ, বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপির
বিজেপির বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ব্যারাকপুর: তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ। বিডিও অফিসের সামনে বিক্ষোভ বিজেপি-র। সেই বিক্ষোভে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ। তার ফলে লাগাতার ধস্তাধস্তি বিজেপি কর্মীদের সঙ্গে। এলাকায় তীব্র উত্তেজনা।

শুক্রবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ঘোলায় দু’নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতৃত্ব। সেই সময় বিজেপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। অভিযোগ, জোর করে গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে যান নেতা কর্মীরা। তখনই নাকি পুলিশ তাঁদের উপর লাঠিপেটা করে।

বিজেপি নেতা বিশ্বনাথ ধর বলেন, “আজ বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ছিল। প্রথমে শান্তিপূর্ণ ভাবেই অবস্থান বিক্ষোভ চলছিল। তবে পুলিশ এসে আমাদের ঘিরে রেখে লাঠিপেটা করে। এর প্রতিবাদে আমরা আরও বড় কর্মসূচি পালন করব। আর এই কর্মসূচি লাগাতার চলবে।”

বস্তুত, শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক বা রেশন দুর্নীতি কিংবা গরু পাচার। রাজ্যে শাসকদলের তাবড়-তাবড় নেতা মন্ত্রীরা গিয়েছেন জেলে। ফলত, লোকসভা ভোটের আগে এক প্রকার ব্যাকফুটে শাসকদল। অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এরই মধ্যে শাসকদলকে আরও কোণঠাসা করতে আবারও পথে বিজেপি।

Next Article