বসিরহাট: মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর অফিসের পাশেই গজিয়ে উঠছিল মদের দোকান। সেই ঘটনাকে কেন্দ্র করেই তুমুল বিক্ষোভ বসিরহাটের স্বরূপনগরে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় শাঁড়াপুল গ্রামের ঘটনা। এই গ্রামের ১৪৪ নম্বর বুথে একটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই স্বনির্ভর গোষ্ঠীতে প্রায় হাজার পাঁচেক সদস্য রয়েছেন। প্রতিদিন এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বহু মহিলাকে এই অফিসে আসতে হয়। আর সেই অফিস ঘরের পাশেই তৈরি হচ্ছে নতুন মদের দোকান। আর এই নিয়েই তীব্র আপত্তি মহিলাদের। নির্মীয়মাণ ওই মদের দোকান বন্ধ করার দাবিতে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে বিক্ষোভ দেখান মহিলারা। মদের দোকানের ব্যবসায়ীর সঙ্গে কার্যত বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।
শুধু তাই নয়, বিক্ষোভরত মহিলাদের বক্তব্য, এই রাস্তা দিয়ে সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে স্কুল পড়ুয়াদেরও নিত্যদিন যাতায়াত করতে হয়। এভাবে এই এলাকায় মদের দোকান গজিয়ে উঠলে, গ্রামের পরিবেশ নষ্ট হবে বলে দাবি বিক্ষোভকারীদের। তাই মদের দোকান নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। কার্যত হুঁশিয়ারির সুরে তাঁরা জানিয়ে দিয়েছেন, এই মদের দোকান তৈরির কাজ বন্ধ না হলে, আগামী দিনে আরও ব্যাপক আকারে প্রতিবাদ জানাবেন তাঁরা।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মহিলারা। অভিযোগ জানানো হয়েছে নবান্নেও। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও ওই মদের দোকানের মালিকের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছেন স্বরূপনগর থানার পুলিশকর্মীরা।