কামারহাটি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পুরসভায় নিয়োগে দুর্নীতির হদিশ পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এর পরই উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। এ দিন ইডি দফতরে টানা ১৮ ঘণ্টা জেরা করা হয়েছে গোপাল সাহাকে। জেরার বিষয়ে তিনি বলেছেন, “তদন্তের স্বার্থে ডাকলে যেতেই হবে। ডেকেছিল, আমি গিয়েছি। সব প্রশ্নের উত্তর দিয়েছি।” তবে বার বার ডেকে পাঠানোয় ব্যক্তিগত এবং পুরসভার কাজে ব্যাঘাত ঘটছে বলেও জানিয়েছেন তিনি।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় টানা ১৮ ঘণ্টা সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহাকে। ইডির আধিকারিকেরা পুর নিয়োগ দুর্নীতি মামলায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তাঁকে। সেই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরপ্রধান গোপাল সাহা বলেছেন, “আমাকে যখনই ডাকছে তখনই যাচ্ছি। যা প্রশ্ন করছে তার উত্তর দিচ্ছি। তাদের কর্তব্য তারা করছে। আমার কর্তব্য আমি করছি। আগামী দিনেও ডাকলে যাব। যা উত্তর দেওয়ার দেব।”
তবে বার বার ইডি-র তলব এবং দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের জন্য আটকে থাকায় পুরসভার কাজে ক্ষতি হচ্ছে বলেও এ দিন অভিযোগ করেছেন গোপাল। এ বিষয়ে তিনি বলেছেন, “বার বার ডাকায় সময় বেশি লাগছে। তাতে একটা অসুবিধা হচ্ছে। যখন কেউ এক কাজে থাকে, এবং অন্য কাজে চলে যায়। তখন তো অসুবিধা হবেই। পুরসভার কাজে ব্যাঘাত হচ্ছে। ব্যক্তিগত কাজেও সমস্যা হচ্ছে।”