কলকাতা: ব্যাঙ্কক যাওয়ার বিমান ধরতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এসেছিলেন এক যাত্রী। তিনি ভারতীয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। ওই যাত্রীর হ্যান্ড লাগেজ থেকে এই টাকা উদ্ধার করেন সিআইএসএফ আধিকারিকরা। এর পর ওই যাত্রী এবং উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে। এবং ওই যাত্রীকে শুল্ক দফতরের গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বিমানের ওই যাত্রীর থেকে প্রায় ১ লক্ষ ৭১ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে।
স্পাইসজেট এসজি ৮৫ বিমান ধরতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন সঞ্জীব যাদব নামের ওই ব্যক্তি। ব্যাঙ্কক যাওয়ার উদ্দেশে বিমান ধরতে এসেছিলেন তিনি। হ্যান্ড লাগেজ স্ক্রিনিংয়ের সময় তাঁর ব্যাগ থেকে ২০৫টি আমেরিকান ডলার (১০০×২০৫), ২টি কম্বোডিয়ান মুদ্রা রিয়াল (১০০০×২) এবং একটি পাকিস্তানি রুপি (৫০×১) উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় যার সম্মিলিত মূল্য ১ লক্ষ ৭১ হাজার টাকারও বেশি।
ওই যাত্রীকে আটক করেন জিজ্ঞাসাবাদ করে নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকেরা। পরে ওই যাত্রীকে তুলে দেওয়া হয় এয়ারপোর্টের শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকদের হাতে।