হাবড়া: রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার একদিন পরই রাজ্যজুড়ে চলে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। তাঁর বিধানসভা কেন্দ্র হাবড়াতেও হয় এই মিছিল। তৃণমূলের অনেক কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে অংশ নিলেও বিধায়ক বা কোনও মন্ত্রী কাউকে দেখা যায়নি। যদিও, তৃণমূলের দাবি, বিধায়ক বা মন্ত্রীরা নিজেদের এলাকায় মিটিং -মিছিলে ব্যস্ত ছিলেন। যদিও, প্রশ্ন উঠছে এত জনপ্রিয় মন্ত্রীর গ্রেফতারির পরও কেন দেখা গেল না বিধায়ক বা মন্ত্রীদের?
উত্তর ২৪ পরগনার বড় ভোট ব্যাঙ্ক এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর মধ্যে অন্যতম বড় ফ্যাক্টর মতুয়া ভোট। সেখানে বালুর গ্রেফতারির মিছিলে দেখা মিলল না বড় কোনও মুখ। কেন হাবড়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আলাদা করে কিছু ভাবল না? তাহলে কি জ্যোতি গ্রেফতার হতেই বাকি নেতা-মন্ত্রীরা ডিসট্যান্স রাখার চেষ্টা করছে? উঠছে প্রশ্ন।
জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে মিছিল হাবড়ায়। শনিবার সকালে হাবড়ায় প্রতিবাদ মিছিলে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। বালুর গ্রেফতারির প্রতিবাদে, ব্যানার হাতে, দলীয় ঝান্ডা কাঁধে পথে নেমে পড়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শুধু হাবড়াতেই নয়, মধ্যমগ্রাম, নৈহাটি, বারাসত, বসিরহাট-সহ একাধিক জায়গায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। মধ্যমগ্রামে জ্যোতিপ্রিয়র গ্রেফতারির প্রতিবাদে মিছিলের একেবারে সামনের সারিতে মন্ত্রী রথীন ঘোষ। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর জন্য রাস্তায় নেমেছেন বর্তমান খাদ্যমন্ত্রী।