উত্তর ২৪ পরগনা: দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল টিটাগড়ে। আর সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এলাকা দখলকে কেন্দ্র করে টিটাগড় পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং ও সোনু সাউয়ের গোষ্ঠীর মধ্যে ঝামেলা লাগে বলে অভিযোগ। সেই ঝামেলার মাঝে পড়েই আকাশ প্রসাদ নামে একজনের মৃত্যু হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, আকাশও তৃণমূল করতেন।
আকাশ বিকাশ অনুগামী বলেও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি। সোনু সাউয়ের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এদিন বিকালে খড়দহ থানায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। সঙ্গে র্যাফও। এমনকী পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁর সঙ্গে কাউন্সিলরের বচসাও হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকাশ সিং ঘনিষ্ঠ একজনের ঘরে তালা মেরে দেয় সোনু সাউয়ের লোকজন। এরপরই ওই তালা খোলা নিয়ে দুই পক্ষের হাতাহাতি এবং পরে ব্যাপক সংঘর্ষ বাধে। পেটে আঘাত লাগে আকাশ প্রসাদের। সঙ্গে সঙ্গে তাঁকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কাউন্সিলরের কাছে জানতে চান কেন তিনি এভাবে কারও ঘরে তালা ঝুলিয়ে দিলেন?
পুলিশ আধিকারিক প্রশ্ন করেন, “বাড়িওয়ালার অভিযোগ করার কথা ছিল। তুমি কেন তালা ঝোলালে?” পাল্টা কাউন্সিলর বলেন, “আমি জনপ্রতিনিধি। আমাকে জানিয়েছে।” পুলিশ ফের বলেন, “জানাবে, তুমিও তো আমাকে জানাবে। তা বলে তুমি গিয়ে তালা ঝুলিয়ে দেবে? এটা জনপ্রতিনিধির কাজ?” এরপর কাউন্সিলর রীতিমতো চোটপাট শুরু করেন। তবে এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফে কারও কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।