Partha Bhowmik: ‘কেউ যদি ভেবে থাকে…’, বালুর গ্রেফতারি নিয়ে কী বললেন পার্থ?

Ananta Chattopadhyay | Edited By: সায়নী জোয়ারদার

Oct 29, 2023 | 10:39 PM

Naihati: নৈহাটির কালী 'বড় মা'-এর কষ্টিপাথরের মূর্তির উন্মোচন হয়েছে। রবিবার থেকে মন্দিরের দ্বারও খুলে গেল সকলের জন্য। এদিন মন্দির দর্শনে আসেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকও।

Partha Bhowmik: কেউ যদি ভেবে থাকে..., বালুর গ্রেফতারি নিয়ে কী বললেন পার্থ?
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: আগামী বছর লোকসভা ভোট। তার আগে তৃণমূলকে দুর্বল করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করলেন রাজ্য়ের মন্ত্রী পার্থ ভৌমিক। অন্যদিকে দলের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেন, “২০২৪-এর নির্বাচনের আগে তৃণমূল নেতা মন্ত্রীদের উপর কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের জবাব বারবার বাংলার মানুষ দিয়েছে। এরপরও দেবে।”

নৈহাটির কালী ‘বড় মা’-এর কষ্টিপাথরের মূর্তির উন্মোচন হয়েছে। রবিবার থেকে মন্দিরের দ্বারও খুলে গেল সকলের জন্য। এদিন মন্দির দর্শনে আসেন বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকও। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ ভৌমিক বলেন, সবাইকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিলেও বিজেপির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো।

সেচমন্ত্রী পার্থ ভৌমিকের কথায়, “আইন আইনের মতো চলবে। সে লড়াই আইনি লড়াই হবে। তবে জ্যোতিপ্রিয় মল্লিককে (বালু) গ্রেফতার করে উত্তর ২৪ পরগনায় তৃণমূলকে দুর্বল করা যাবে না। ১০০ দিনের আন্দোলন থেমে থাকবে না। আবাসনের প্রকল্পের টাকা পাওয়ার আন্দোলন থেমে থাকবে না। বীরভূমে কেষ্ট মণ্ডলকে গ্রেফতার করেও বীরভূমকে তৃণমূলের হাতছাড়া করা যায়নি। কেউ যদি ভেবে থাকে কোনও নেতাকে জেলে ঢুকিয়ে সেই জেলায় তৃণমূলের সংগঠন দুর্বল করে দেবে, মূর্খের স্বর্গে বাস করছে। ওরা ভাবছে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সংগঠন দুর্বল করে দেবে।”

Next Article