Hasnabad Couple: ভারত-বাংলাদেশ, দুই ভোটার তালিকাতেই নাম আছে দম্পতির! আজব কাণ্ড হাসনাবাদে
Hasnabad: স্থানীয় পঞ্চায়েত সদস্য ইবাদুল সানা জানান, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি, কিন্তু কোনও কাজ হয়নি। তিনি বলেন, "২০১৯-এ উনি ভোটার হন। ২০২৩ সালে জেতার পর আমি অভিযোগ জানাই।"

হাসনাবাদ: একইসঙ্গে ভারত ও বাংলাদেশ- দুই দেশেরই ভোটার কার্ড রয়েছে তাঁদের কাছে। এমনই অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। বাংলাদেশি দম্পতি ভারতে এসে শুধু থাকেন তাই নয়, নামও তুলে ফেলেছেন ভোটার কার্ডে। অভিযোগ সামনে এনেছেন খোদ স্থানীয় পঞ্চায়েত সদস্য। এমনকী থানা ও জেলা প্রশাসনের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। তবে সোমবার সকালে গ্রামে গিয়েও খোঁজ পাওয়া গেল না সেই দম্পতির।
হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েতে এলাকার ঘটনা। আকবর আলি গাজী ও ফারহানা গাজী- দু’জনেরই নাম রয়েছে দুই দেশের ভোটার তালিকায়। ইতিমধ্যেই সামনে এসেছে সেই দুই তালিকা ও ভোটার কার্ড। অভিযোগ তুলেছেন দম্পতির প্রতিবেশীরাও। ওই দম্পতির এক আত্মীয় পঞ্চায়েতের এনআরইজি প্রকল্পের সুপারভাইজার এবং অঞ্চল তৃণমূল কমিটির সম্পাদক।
এলাকার মানুষের অভিযোগ, ২০১৯ সালে আকবর আলি গাজী ও তাঁর স্ত্রী ফারহানা গাজী ভারতে চলে আসেন। মাখালগাছা অঞ্চলেই গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে বসবাস করতেন তাঁরা। গিয়াসউদ্দিন গাজী মাখালগাছা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক এবং এনআরইজি-এর সুপারভাইজার ।
স্থানীয় পঞ্চায়েত সদস্য ইবাদুল সানা জানান, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি, কিন্তু কোনও কাজ হয়নি। তিনি বলেন, “২০১৯-এ উনি ভোটার হন। ২০২৩ সালে জেতার পর আমি অভিযোগ জানাই। থানায়, জেলাশাসকের কাছেও অভিযোগ জানিয়েছি। আমি চাই অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক এদের বিরুদ্ধে। ”
দম্পতির আত্মীয় গিয়াসউদ্দিন গাজী বলেন, “কর্মসূত্রে ওরা ওখানে ছিল। কিছুদিনের জন্য বসবাস করতে এসেছিল। ওখানে ভোটার কার্ড ছিল কি না আমার জানা নেই। তবে এখানে থাকবে বলে করেছিলেন। অনেকে এরকম করে।” এলাকার বিধায়ক রফিকুল ইসলামকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিষয়টা জানা নেই। এগুলি দেখার জন্য আমাদর প্রশাসন আছে। বিডিও নিশ্চয় ব্যাপারটা দেখবে। পুলিশ প্রশাসনও দেখবে। উপযুক্ত ব্যবস্থা নেবে। যারা এদেশের নাগরিক তারাই শান্তিতে থাকুক, এটা চাই।”
