উত্তর ২৪ পরগনা: ভোটের পরও অশান্তির অভিযোগ। এবার উত্তপ্ত দেগঙ্গা (Deganga)। বৃহস্পতিবার রাতে এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় তাঁরই দলের লোকজনের দিকে অভিযোগের তির। দেগঙ্গার হবিবপুর ঝিকরা-১ গ্রামপঞ্চায়েতের ঝিকরা বাসাবাটি গ্রাম। সেখানেই বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যর বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য আসাদুল হক জানান, তাঁর বাড়ির গেটের সামনে পরপর বোমা মারা হয়। দু’টি বোমা ফাটলেও একটি ফাটেনি বলে দাবি আসাদুলের দাবি। তবে বোমার শব্দে সারারাত চোখের পাতা এক হয়নি পরিবারের। এই ঘটনায় শাসকদলের উপরই অভিযোগের তির আসাদুলের।
আসাদুল বলেন, “এর আগেও আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। বোমাবাজি করা হয়, গুলি চলে। কোনওক্রমে বেঁচে আছি। আমার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। এবার টিকিট দেয়নি, দল কোনও দায়িত্ব দেয়নি। আমি বাড়িতেই বসেছিলাম। আমার মনে তৃণমূলের যারা সক্রিয় সদস্য এখন তারাই এসব করছে। আমিও তৃণমূলের কর্মী। তবে আমি এখন বসে আছি।” আসাদুল বলেন, জীবনহানির আশঙ্কা রয়েছে তাঁর। প্রশাসন সুরক্ষা দিক, চান তিনি।
আসাদুল পেশায় শিক্ষক। তাঁর দুই ভাই পুলিশে চাকরি করেন। গ্রামের মানুষ তো ভয়ে কাঁটা হয়ে আছেন। ওনারা ভাবছেন, এরকম একটা বাড়িতেই যদি বোমাবাজি হয়, তাহলে তাঁদের কী হবে? যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ নিয়ে খোঁজখবর নিয়ে মন্তব্য করতে চায়।