উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডে তোলপাড় বাংলা। প্রতিবাদে সোচ্চার শহর তিলোত্তমা। কিন্তু তার মধ্যেও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। যার বিরুদ্ধে অভিযোগ, সে-ও নাবালক। এমনকি থানায় অভিযোগ দায়ের হলেও ৬ দিন পর পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নির্যাতিতা অষ্টম শ্রেণির ছাত্রী। ১৪ বছরের ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার সহপাঠীর বিরুদ্ধে । পরবর্তীতে নাবালিকার মা চলতি মাসের গত ১৩ তারিখ বনগাঁ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কিন্তু ৬ দিন কেটে গেলেও অভিযুক্তর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের পক্ষ থেকে । তাদের দাবি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে ।
জানা গিয়েছে, ওই ছাত্রী টিউশন পড়তে গিয়েছিল। সেখান থেকেই সহপাঠী তাকে এক জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়িতে এসে প্রথমে বিষয়টা ভয়ে কিছু জানায় না ছাত্রী। তারপর মেয়ের শরীরে অস্বস্তি দেখে মা চেপে ধরেন। তখনই সবটা খুলে বলে ছাত্রী। এরপরই থানার দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা। কিন্তু ৬ দিন কেটে গেলেও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি বলে নির্যাতিতার মায়ের দাবি।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)