Madan Mitra: ‘জুতোর ফিতে বেঁধে দেবো, কাজে ফিরুন’, ডাক্তারদের উদ্দেশে বললেন মদন

Ananta Chattopadhyay | Edited By: সায়নী জোয়ারদার

Aug 17, 2024 | 8:35 PM

Madan Mitra: শনিবার বেলঘরিয়া বাটার মোড় থেকে রথতলা মোড় পর্যন্ত মোমবাতি মিছিল হয়। তাতে যোগ দেন মদন মিত্র। সেখান থেকে ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, প্রয়োজন পড়লে পা ধুয়ে দেবেন ডাক্তারদের। জুতোর ফিতে বেঁধে দেবেন, কিন্তু তাঁরা যেন কাজে যোগ দেন। 

Madan Mitra: জুতোর ফিতে বেঁধে দেবো, কাজে ফিরুন, ডাক্তারদের উদ্দেশে বললেন মদন
মদন মিত্র মিছিল করেন শনিবার।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ব্যারাকপুর: আরজি করে তাণ্ডবের ঘটনায় একযোগে বাম, বিজেপি ও কংগ্রেসকে নিশানা করলেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, সিপিএম, বিজেপি, কংগ্রেস উপনির্বাচনের জন্য ডাক্তারদের কাঁধে বন্দুক রাখছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

মদন মিত্রের কথায়, “আমি তাকাতে পারছি না। আমার এইমাত্র চোখের অপারেশন হয়েছে। ইন্টারনাল হ্যামারেজ হয়েছে। আমি হাসপাতাল থেকে আসছি। আবার হাসপাতালে চলে যাব। শুধু এসেছি, কারণ আমরাও বিচার চাই। আমরা চাই প্রকৃত দোষী শাস্তি পাক। হাজার হাজার ছাত্র ছাত্রী রাস্তায় নামল। অথচ তারা জানতেই পারল না সিপিএম-বিজেপি-কংগ্রেস ওদের কাঁধে বন্দুক রেখে কী করল। আমি বিরোধীদের বলব ঘোমটাটা সরিয়ে দিন। খ্যামটা নাচছে ঘোমটার পিছনে। রাস্তায় নামুন। বেলঘরিয়ায় আসুন।”

শনিবার বেলঘরিয়া বাটার মোড় থেকে রথতলা মোড় পর্যন্ত মোমবাতি মিছিল হয়। তাতে যোগ দেন মদন মিত্র। সেখান থেকে ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। বলেন, প্রয়োজন পড়লে পা ধুয়ে দেবেন ডাক্তারদের। জুতোর ফিতে বেঁধে দেবেন, কিন্তু তাঁরা যেন কাজে যোগ দেন।