AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পানিহাটিতে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, পাড়ার ‘দাদুকে’ গণধোলাই এলাকার মহিলাদের

Physical Harassment: যে সময় এই ঘটনা ঘটে সেই সময় অভিযুক্ত রীতিমতো মদ্যপ ছিলেন বলে জানা যাচ্ছে। ঘটনার পরই পরিবারের সদস্যদের কাছে সবটা খুলে বলে ওই নাবালিকা। প্রতিবেশীদের জানায় নাবালিকার পরিবারের সদস্যরা। ব্য়াপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।

পানিহাটিতে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, পাড়ার ‘দাদুকে’ গণধোলাই এলাকার মহিলাদের
শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 05, 2025 | 3:35 PM
Share

পানিহাটি: মহিলাকে ধর্ষণের অভিযোগে পাইকরে গ্রেফতার করা হয়েছে এক্স সিভিককে। তা নিয়ে শোরগোলের মধ্যেই এবার পানিহাটিতে উঠল নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। তবে হাতেনাতে ধরাও পড়ে গেল গণধোলাই দিল এলাকার মহিলারা। ব্যাপক উত্তেজনা এলাকায়। চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হতেই খবর চলে যায় পুলিশের কাছে। খবর পেয়ে ছুটে আসে ঘোলা থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 

যে সময় এই ঘটনা ঘটে সেই সময় অভিযুক্ত রীতিমতো মদ্যপ ছিলেন বলে জানা যাচ্ছে। ঘটনার পরই পরিবারের সদস্যদের কাছে সবটা খুলে বলে ওই নাবালিকা। প্রতিবেশীদের জানায় নাবালিকার পরিবারের সদস্যরা। ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। পাকড়াও করা হয় অভিযুক্তকে। দেওয়া হয় গণধোলাই। যদিও পুলিশ তাঁকে পাকড়াও করলেও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রৌঢ়। 

ক্ষোভে ফুঁসতে ফুঁসতেই এলাকার বাসিন্দা মধুমিতা মুখোুপাধ্যায় বললেন, “ক’দিন ধরেই বাচ্চাটাকে টাকা দিচ্ছিল। আদর করার ছলে জড়িয়ে ধরছিল। ও ভেবেছে দাদু হয় তাই ওরকম করে। এদিন সব সীমা পার হয়ে যায়। মেয়েটা ঘরে খেতে বসেছিল। তখনই ঘরে ঢুকে ওর শ্লীলতাহানি করে। আমরা চাই পুলিশ এর উপযুক্ত ব্যবস্থা নিক। নাহলে আগামীতে ওর আরও এরকম কাজ করবে।” 

এলাকার আর এক বাসিন্দা বলছেন, “এর আগেও দু-তিনদিন করেছে। মেয়েটা কাউকে কিছু বলেনি। আজ ফের করতেই সবাইকে বলে। তখনই আমরা জানতে পারি। আমরা এর বিচার চাই। আজ এই মেয়ের সঙ্গে হয়েছে কিন্তু পাড়ায় তো আরও অনেক মেয়ে রয়েছে। সকলের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। পুলিশ প্রশাসন এর ব্যবস্থা নিক।”