TMC: CPIM মিছিল থেকে মমতা-অভিষেকদের ছবিতে কাদা লাগানোর অভিযোগ, নিন্দা জানিয়েও দায় এড়াল বামেরা

Dipankar Das | Edited By: Soumya Saha

May 13, 2023 | 6:37 PM

Duttapukur: দত্তপুকুর সংলগ্ন যশোর রোডের দিঘা মোড় থেকে একট মিছিল করে সিপিএম-এর সমর্থকরা দত্তপুকুর থানায় আসে। আর থানা সংলগ্ন রাস্তার ধারে তৃণমূলের বেশ কিছু হোর্ডিং লাগানো ছিল।

TMC: CPIM মিছিল থেকে মমতা-অভিষেকদের ছবিতে কাদা লাগানোর অভিযোগ, নিন্দা জানিয়েও দায় এড়াল বামেরা
রাস্তার ধারে এমন একাধিক ব্যানারে কাদা লাগানো হয়েছে বলে অভিযোগ

Follow Us

দত্তপুকুর: সিপিএমের মিছিল (CPIM Rally) থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee( ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি-সহ ব্যানারে কাদা লেপে দেওয়ার অভিযোগ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের দাবিতে এদিন সিপিএম-এর তরফে দত্তপুকুর থানায় একটি ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল। দত্তপুকুর সংলগ্ন যশোর রোডের দিঘা মোড় থেকে একট মিছিল করে সিপিএম-এর সমর্থকরা দত্তপুকুর থানায় আসে। আর থানা সংলগ্ন রাস্তার ধারে তৃণমূলের বেশ কিছু হোর্ডিং লাগানো ছিল। সেখানে ছবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, পার্থ ভৌমিকদের। মিছিল যে পথ দিয়ে গিয়েছে, সেই পথে এমন একাধিক ব্যানারে মমতা-অভিষেক সহ অন্যান্য নেতাদের ছবিতে কাদা লেপে দেওয়া হয়েছে। আর এই গোটা ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে সিপিএমের দিকে।

শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর। নক্ক্যারজনক এই ঘটনার ক্ষোভে ফুঁসছেন শাসক দলের স্থানীয় নেতা-কর্মী-সমর্থকরা। কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা অমল বিষ্ণু এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে বলছেন, ‘এটাই সিপিএম-এর কালচার। ওরা মুখে বলছে ঘুরে দাঁড়াচ্ছে, আর এসব নোংরামি আবার শুরু করেছে।’ এদিনের ঘটনা নিয়ে থানায় সিপিএম-এর বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে এসব করে সিপিএম এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বলেও দাবি তৃণমূলের। তাঁদের বক্তব্য, থানা সংলগ্ন ওই রাস্তায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুঁজে বের করতে হবে, কারা এই কাণ্ড ঘটিয়েছে।

যদিও মিছিলে অংশগ্রহণকারী সিপিএম নেতৃত্ব বলছে, কাদা লেপে দেওয়ার ঘটনাটি তাঁরাও শুনেছেন। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বামেরাও। কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে সিপিএম-এর কোনও যোগ নেই বলেই দাবি বামেদের। তাদের বক্তব্য, এই ধরনের কাজ সিপিএমের কালচার নয়। যারা করেছে এই কাজ, তার তীব্র নিন্দা করা হচ্ছে। সিপিএম জেলা কমিটির সদস্য পুলক কর বলেন, ‘শুনেছি কিছু ব্যানারে কাদা লেপে দেওয়া হয়েছে। কিন্তু এটা আমাদের কর্মীদের কাজ নয়। এটা সিপিএম-এর সংস্কৃতি নয়। যারা এই কাজ করেছে, তারা ঠিক করেনি। আমাদের মনে হচ্ছে এটা চক্রান্ত করা হয়েছে আমাদের বিরুদ্ধে।’

 

Next Article