Arjun Singh: ‘জেলে থেকেও টিকিট পেয়েছি…’, এবারও কি অর্জুনকেই প্রার্থী করবেন মমতা?

Ananta Chattopadhyay | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 26, 2023 | 2:27 PM

Arjun Singh: সম্প্রতি একটি খুনের মামলায় অর্জুন সিং-এর ভাইপো গ্রেফতার হওয়ার পর সোমনাথ শ্যামের সঙ্গে শুরু হয় তাঁর বাকযুদ্ধ। আক্রমণ, পাল্টা আক্রমণ শানাতে থাকেন শাসক দলের দুই নেতা। সেই বিতর্কে রাশ টানতে এবার ময়দানে নেমেছে শীর্ষ নেতৃত্ব।

Arjun Singh: জেলে থেকেও টিকিট পেয়েছি..., এবারও কি অর্জুনকেই প্রার্থী করবেন মমতা?
অর্জুন সিং
Image Credit source: Facebook

Follow Us

ব্যারাকপুর: বিজেপি থেকে ভোটে লড়েই ২০১৯-এ সাংসদ হয়েছিলেন অর্জুন সিং। তারপর আবার ‘ঘর ওয়াপসি’। গত বছর তৃণমূলে ফিরেছেন অর্জুন। দল যাই হোক না কেন, পুরভোট থেকে শুরু করে বিধানসভা-লোকসভা, সব নির্বাচনেই জয়ের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। দলের নেতা বা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পান না ব্যারাকপুরের দাপুটে নেতা। বরাবরই শিরোনামে থাকা অর্জুন কি আবারও টিকিট পাবেন? লোকসভা নির্বাচনের মুখে তেমনই কানাঘুষো শোনা যাচ্ছে।

সূত্রের খবর, দলের অভ্যন্তরে অর্জুনের টিকিট পাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ঘাসফুলের শীর্ষ নেতৃত্বের পছন্দের তালিকায় অর্জুন আছেন বলেই শোনা যাচ্ছে। এরই মধ্যে সামনে এসেছে ব্যারাকপুরের গোষ্ঠীকোন্দল। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে অর্জুনের বাকযুদ্ধ শোনা গিয়েছে সম্প্রতি। প্রশ্ন উঠছে, অর্জুনের টিকিট পাওয়া নিয়ে জল্পনা বাড়তেই শুরু হয়েছে কোন্দল?

মঙ্গলবার এ বিষয়ে প্রশ্ন করা হলে অর্জুন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন, কে টিকিট পাবেন, কে পাবেন না।” তিনি আরও বলেন, “আমি তৃণমূলের তিনবারের বিধায়ক, তিনবারের কাউন্সিলর। জেলে বসেও টিকিট পেয়েছি একবার। ভোট কীভাবে করতে হয়, তা আমার জানা আছে। চুনোপুঁটিরা কে কী বলছে, তা ভেবে আমার লাভ নেই।”

সম্প্রতি একটি খুনের মামলায় অর্জুন সিং-এর ভাইপো গ্রেফতার হওয়ার পর সোমনাথ শ্যামের সঙ্গে শুরু হয় তাঁর বাকযুদ্ধ। আক্রমণ, পাল্টা আক্রমণ শানাতে থাকেন শাসক দলের দুই নেতা। সেই বিতর্কে রাশ টানতে এবার ময়দানে নেমেছে শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানিয়েছেন, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। অর্জুন সিং-কে চুপ করে থাকতে বলেছেন বলেই দাবি সাংসদের।

Next Article