নিউটাউন: তুমুল অশান্ত নিউটাউনের ঝিলপাড় এলাকায়। বেআইনি দোকান উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। উচ্ছেদে আসা হিডকোর কর্মীদের বাধা ও মারধর করার অভিযোগ ওই সকল দোকানদারদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছছে নিউটাউন থানার পুলিশ।
বেআইনি দোকানগুলিকে অন্যত্র সরে যেতে হবে, এই মর্মে অনেকদিন আগে থেকেই ওই দোকানদারদের জানিয়ে আসছিল হিডকো। কিন্তু কাজের কাজ কিছু না হয় নিজেরাই আজ পৌঁছয় ঘটনাস্থলে। তখনই বিগড়োয় পরিস্থিতি। উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় হিডকো আধিকারিক ও দোকানদারদের মধ্যে। তখনই হিডকোর কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে দোকানদারদের বিরুদ্ধে।
অপরদিকে, হিডকোর আধিকারিকদের বিরুদ্ধে দোকান ভাঙচুর করার অভিযোগ এনে ক্ষিপ্ত দোকানদাররা নিজেদের দোকানে আগুন ধরিয়ে দেয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় আহত দুই ওয়ার্ড সুপারভাইজার বিধান নগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন জেসিবি চালক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে সি ইও, এনকেডিএ প্রশান্ত কুমার বারুই জানিয়েছেন যে, স্থানীয় বাসিন্দারা তাঁদের মারধর করেছে। তাঁর দাবি, তাঁদের কয়েকজন আহত হয়েছেন। একজন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এক মহিলা দোকানদার বলেন, “আমরা এখানে করে খাচ্ছি। একজন মহিলাকে মেরেছে। দোকানে আগুন জ্বালিয়ে দিয়েছে। হঠাৎ করে এসে দোকানগুলো ভাঙছে। কোনও নোটিস দেয়নি। আমাদের একটুতো সময় দেবে।”