Khardah chaos: জলাশয় বুজিয়ে ফেলছেন BJP নেতা? উত্তরে বললেন, ‘ভরাট করছি কিন্তু…’

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 23, 2023 | 4:36 PM

Khardah: অপরদিকে, জমির মালিক তথা বিজেপি নেতা তাপস বিশ্বাস বলেন, "কারখানা তৈরির জন্য কাজ হচ্ছে। নিচু জমি তাই একটু ভরাট করা হয়েছে। কিন্তু জলাশয় ভরাটের কোনও ঘটনা ঘটেনি। কেউ বা কারা চক্রান্ত করে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।"

Khardah chaos: জলাশয় বুজিয়ে ফেলছেন BJP নেতা? উত্তরে বললেন, ভরাট করছি কিন্তু...
খড়দহে উত্তজনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

খড়দহ: একের পর এক জলাশয় বুজিয়ে ফেলা পরিবেশের জন্য কতটা ভয়ঙ্কর সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কানে কথা যাচ্ছে কতজনের? এবার খড়দহে জলাশয় ভরাটের অভিযোগ উঠল। কাঠগড়ায় স্থানীয় বিজেপি নেতা ও তাঁর ছেলে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত থেকে ছ’শো মিটারের মধ্যে চলছে এই জলাশয় ভরাটের কাজ। সেখানে বালি ও মাটি ফেলে ভরাট করা হচ্ছে। আর সেই ছবি ধরা পড়ল টিভি ৯ বাংলার ক্যামেরায়। আর এই ঘটনায় কাছগড়ায় স্থানীয় বিজেপি নেতা তাপস বিশ্বাস ও তাঁর ছেলে সমরেশ বিশ্বাস।

জলাশয় ভরাটের ঘটনা নিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈস্য বলেন, “জলাশয় ভরাট করে এই কাজ দীর্ঘদিন ধরে করে যাচ্ছে বিজেপি নেতা তাপস বিশ্বাস। আমরা পঞ্চায়েতের তরফ থেকে সব প্রশাসনিক স্তরে জানিয়েছি। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।” যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা কিশোর কর। তিনি বলেন, “পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের। তাহলে কেন জলাশয় ভরাটের কাজ বন্ধ করতে পারছে না এখানকার পঞ্চায়েত?”

অপরদিকে, জমির মালিক তথা বিজেপি নেতা তাপস বিশ্বাস বলেন, “কারখানা তৈরির জন্য কাজ হচ্ছে। নিচু জমি তাই একটু ভরাট করা হয়েছে। কিন্তু জলাশয় ভরাটের কোনও ঘটনা ঘটেনি। কেউ বা কারা চক্রান্ত করে মিথ্যে অপবাদ দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”

Next Article