ভাটপাড়া: ফের ভাটপাড়ায় শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। দলেরই বিধায়কের বিরুদ্ধে তোপ দেগেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তৃণমূলের ঝান্ডা সরে গেলে এক মিনিটেই ঠান্ডা করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নাম না করেও তোপ দেগেছেন। মন্ত্রীর বিরুদ্ধে ইস্কানি দেওয়ারও অভিযোগ। বিধায়ক সোমনাথ শ্যামকে ‘শ্যামা পোকার’ সঙ্গে তুলনা করেছেন তিনি। সাংসদ ও বিধায়কের আকচা-আকচিতে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। পাল্টা অর্জুনকে পাগল বলে কটাক্ষ করেছেন সোমনাথ শ্যাম।
অর্জুন কী বলেছেন?
“এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা চলছে। যবে থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি তখন থেকে এদের তোলাবাজি, লুটপাট, লোহাচুরি, হেরোইন বিক্রি বন্ধের দিকে। এনাকে শ্যামা পোকার থেকে বেশি কিছু মনে করি না। আর তৃণমূল কংগ্রেসে এসে এই ধরনের শ্যামাপোকার কথা শুনতে হবে? যদি পতাকা সরিয়ে দেওয়া হয় এক সেকেন্ডও এরা থাকতে পারবে না।”
কেন অর্জুনের নিশানায় সোমনাথ?
গত বৃহস্পতিবার জগদ্দলে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে গ্রেফতার হন অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিব সিং ওরফে পাপ্পুকে। তিনি গ্রেফতার হতেই সোমনাথ সরাসরি অভিযোগ করেন ভিকি খুনের মাস্টার মাইন্ড অর্জুন। তারপরই ফুঁসে ওঠেন ব্যারাকপুরের সাংসদ।”
সোমনাথবাবু অভিযোগ করে বলেছেন, “পাপ্পু একটা কথা স্পষ্ট বলেছিলেন যে তিনি কাকার কথা ছাড়া এক চুলও নড়েন না। পুলিশের সামনেও বলেছেন। তার মানে কাকা অর্জুন সিং কী নির্দেশ দিয়েছিলেন ভাইপোকে। আসলে পাপ্পু মহড়া। খুন অর্জুন সিং করেন।” যদিও পার্থ ভৌমিক এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
ভাটপাড়া: ফের ভাটপাড়ায় শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। দলেরই বিধায়কের বিরুদ্ধে তোপ দেগেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তৃণমূলের ঝান্ডা সরে গেলে এক মিনিটেই ঠান্ডা করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নাম না করেও তোপ দেগেছেন। মন্ত্রীর বিরুদ্ধে ইস্কানি দেওয়ারও অভিযোগ। বিধায়ক সোমনাথ শ্যামকে ‘শ্যামা পোকার’ সঙ্গে তুলনা করেছেন তিনি। সাংসদ ও বিধায়কের আকচা-আকচিতে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। পাল্টা অর্জুনকে পাগল বলে কটাক্ষ করেছেন সোমনাথ শ্যাম।
অর্জুন কী বলেছেন?
“এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা চলছে। যবে থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি তখন থেকে এদের তোলাবাজি, লুটপাট, লোহাচুরি, হেরোইন বিক্রি বন্ধের দিকে। এনাকে শ্যামা পোকার থেকে বেশি কিছু মনে করি না। আর তৃণমূল কংগ্রেসে এসে এই ধরনের শ্যামাপোকার কথা শুনতে হবে? যদি পতাকা সরিয়ে দেওয়া হয় এক সেকেন্ডও এরা থাকতে পারবে না।”
কেন অর্জুনের নিশানায় সোমনাথ?
গত বৃহস্পতিবার জগদ্দলে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে গ্রেফতার হন অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিব সিং ওরফে পাপ্পুকে। তিনি গ্রেফতার হতেই সোমনাথ সরাসরি অভিযোগ করেন ভিকি খুনের মাস্টার মাইন্ড অর্জুন। তারপরই ফুঁসে ওঠেন ব্যারাকপুরের সাংসদ।”
সোমনাথবাবু অভিযোগ করে বলেছেন, “পাপ্পু একটা কথা স্পষ্ট বলেছিলেন যে তিনি কাকার কথা ছাড়া এক চুলও নড়েন না। পুলিশের সামনেও বলেছেন। তার মানে কাকা অর্জুন সিং কী নির্দেশ দিয়েছিলেন ভাইপোকে। আসলে পাপ্পু মহড়া। খুন অর্জুন সিং করেন।” যদিও পার্থ ভৌমিক এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।