বনগা: দিন কয়েক আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন নির্মল মাজি। তৃণমূল বিধায়কের ওই দাবিতে ক্ষুব্ধ হয়েছিল বেলুর মঠ। মঠ কর্তৃপক্ষ বলেছিল, তৃণমূল নেতার বক্তব্যে ‘মা সারদার মর্যাদাহানি হয়েছে’। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য আবেদন করা হয়েছিল। তবে, সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই এবার, মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সঙ্গে তুলনা করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। আর এই নিয়েই বনগায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বলছে, লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে আসতেই এই সব আজগুবি কথা বলছেন বিশ্বজিৎ দাস।
রবিবার বনগাঁয় এক রক্তদান শিবির ছিল। সেখানে বক্তৃতা দিতে গিয়েই রানী রাসমণির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বসেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান যে এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি। নারি শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, গরীব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন, একশো বছর পরেও মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে। রানি রাসমণি যেভাবে রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমার অনুভব হয়েছে যে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রানি রাসমণির ছায়া দেখতে পেয়েছি।’
বিশ্বজিৎ দাসেরা এই তুলনা নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির বনগা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেছেন, ‘এগুলো হল শিক্ষার অভাব। আর সবাই চায় একটু মিডিয়াতে বেঁচে থাকি। আপনারা জানেন, তিনি বিজেপি করতেন। বিজেপির ভোটেই বাগদা থেকে জিতেছিলেন। বাগদার মানুষের সঙ্গে উনি বিশ্বাসঘাতকতা করেছন। তৃণমূলে গিয়ে এখন তিনি লাস্ট বেঞ্চে বসে রয়েছেন। ফার্স্ট বেঞ্চে আসতে গেলে তো কিছু বলতে হবে। যার জন্য এই সব ভুলভাল বকছেন। পেটে কালি না থাকলে এমন হয়। এর আগে আরেক তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন মা সারদার সঙ্গে। সন্নাসীরাই যার বিরোধিতা করেছেন। রানি রাসমণি কে ছিলেন, তিনি দক্ষিণেশ্বরের মন্দির গড়েছেন, এই জ্ঞানগুলো ওঁদের আছে তো? একটু পড়াশুনা করা দরকার। বইটই পড়লে আমার মনে হয় ভাল হবে।’
বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলিপ ঘোষের মতে অস্তিত্ব রক্ষার স্বার্থেই মমতাকে কখনও মা সারদা, কখনও রানি রাসমণি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন তৃণমূল নেতারা। তিনি বলেন, ‘এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। পার্টিতে এখন নতুন পুরনো লড়াই চলছে। পিসি আর ভাইপোর লড়াই চলছে। না পার্টির অবস্থা ভাল, না সরকারের, না পশ্চিম বাংলার অবস্থা।’
তবে, এই প্রসঙ্গে বিশ্বজিৎ দাসের পাশেই দাঁড়িয়েছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ। তাঁর যুক্তি, তৃণমূল পরিবারের সকল সদস্যের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান সকল মনীষীর ঊর্ধ্বে। তাই তাঁকে রানি রাসমণির সঙ্গে তুলনা করা যেতেই পারে। তিনি বলেছেন, ‘কার ছায়া অত বুঝি না। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান সকল দেবতার, সকল মনীষীর ঊর্ধ্বে। কারণ, তাঁর ছবিটা সকলের ঘরে রয়েছে। তাঁর পথ, তাঁর আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে আদর্শে কাজ করতে বলেন, সেটাকেই আমরা মান্যতা দিই।’
তারপরও, রানি রাসমনির মতো একজন মনীষীর সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করাটা কি সঠিক? গোপাল শেঠ বলেন, ‘এটা কোনও তুলনা করার বিষয নয়। যে কোনও রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছেই তাঁর দলের সুপ্রিমো পূজনীয়। তাই তিনি যদি মতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদি রানি রাসমণির ছায়া অনুভব করে থাকেন, তাতে অসুবিধা কোথায়? রানি রাসমণি তো বেঁচে নেই। তাঁর ছায়া যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রকাশ পায়, অসুবিধাটা কোথায়?