AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bagda Tainted List: নম্বর ৮৭৮! দাগিদের তালিকায় পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ে, বললেন, ‘যোগ্যতায় পেয়েছে’

Bagda Tainted List: বাগদার মামাভাগ্নে গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল প্রসঙ্গে তিনি জানিয়েছেন, চন্দন মণ্ডল আগে কী করতেন, তা জানা নেই। গ্রেফতার হওয়ার পরই তিনি তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

Bagda Tainted List: নম্বর ৮৭৮! দাগিদের তালিকায় পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ে, বললেন, 'যোগ্যতায় পেয়েছে'
মৌসুমী মণ্ডলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 01, 2025 | 1:33 PM
Share

 উত্তর ২৪ পরগনা: এসএসসি-র অযোগ্যদের তালিকায় বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ে মৌসুমী মণ্ডলের নাম। গত শনিবার এসএসসি যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে, তাতে নাম রয়েছে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডলের মেয়ে মৌসুমী মন্ডলের। ৮৭৮ নম্বরে নাম মৌসুমীর।

মেয়ের নাম অযোগ্যদের তালিকায় থাকা প্রসঙ্গে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল বলেন, “এটা আদালতের বিষয়। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের প্রতি আমার আস্থা আছে। একদিন সত্য ঘটনা প্রকাশিত হবে।” টাকা দিয়ে তার মেয়ে চাকরি পেয়েছে কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমার মেয়ে জেনুইন ভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে।”

বাগদার মামাভাগ্নে গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল প্রসঙ্গে তিনি জানিয়েছেন, চন্দন মণ্ডল আগে কী করতেন, তা জানা নেই। গ্রেফতার হওয়ার পরই তিনি তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

বর্তমান বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন । ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বয়রা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী । ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাগদা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ । ২০২৩ সাল থেকে এখনো পর্যন্ত বাগদা গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ।