Bangladesh Hilsa: বাংলাদেশের ইলিশ ঢুকল বাংলায়, আগামিকাল থেকেই মিলবে বাজারে, জেনে নিন দামও…

Bangladesh Hilsa: দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ২৪২০ মেট্রিক টন ইলিশ রফতানি করবার জন্য ৪৯টি রফতানিকারক সংস্থাকে অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আজ দু'টি ট্রাকে ইলিশ এসে পৌঁছয়। বন্দর সূত্রে খবর, আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত ধাপে ধাপে মোট ২৪২০ টন ইলিশ এসে পৌঁছবে ভারতে।

Bangladesh Hilsa: বাংলাদেশের ইলিশ ঢুকল বাংলায়, আগামিকাল থেকেই মিলবে বাজারে, জেনে নিন দামও...
পদ্মার ইলিশ এসে পৌঁছল পেট্রাপোলে।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 4:40 PM

উত্তর ২৪ পরগনা: অবশেষে ভারতে পৌঁছল পদ্মার ইলিশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্গাপুজো উপলক্ষে ভারতে ২৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। সেই অনুমতির পরই পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার ভারতে ঢুকল পদ্মার রুপোলি শস্য।

পদ্মার ইলিশের খ্যাতি সর্বত্র। বর্ষা মানেই ইলিশের নানা পদ। আর সে ইলিশ যদি পদ্মার জল খেয়ে আসে, তবে তো কথাই নেই। খাদ্যরসিক বাঙালির পাতে ইলিশ পড়লে, আর দেখে কে! ২০২১ সালের আগে পর্যন্ত বাংলাদেশ থেকে ইলিশ মাছ অনায়াসে এসে পৌঁছত এপার বাংলায়। তবে ২০১২ সালে শেখ হাসিনার সরকার ইলিশ রফতানিতে রাশ টানে। এরপর থেকে শুধু পুজোয় ইলিশ আসে ভারতে।

তবে এবার ইউনূস সরকারের আমলে আদৌ এই মাছ আসবে কি না তা নিয়ে দোলাচলতা তৈরি হয়েছিল। এরইমধ্যেই দুর্গাপুজো উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ ভারতকে দেওয়ার কথা জানায় বাংলাদেশ সরকার।

দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার ২৪২০ মেট্রিক টন ইলিশ রফতানি করবার জন্য ৪৯টি রফতানিকারক সংস্থাকে অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আজ দু’টি ট্রাকে ইলিশ এসে পৌঁছয়। বন্দর সূত্রে খবর, আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত ধাপে ধাপে মোট ২৪২০ টন ইলিশ এসে পৌঁছবে ভারতে।

এখনও পর্যন্ত দু’টি ট্রাকে ৮ থেকে ৯ টন ইলিশ মাছ ভারতে এসে পৌঁছেছে। এদিন যশোর থেকে ইলিশ নিয়ে আসা এক ট্রাক চালক বলেন, এ বছর এই প্রথম এলেন তিনি। ১৭২টি বাক্স রয়েছে তাঁর গাড়িতে। পিছনে আরও গাড়ি আছে।

আমদানিকারী সংস্থার তরফে সুদীপ মজুমদার বলেন, “এখনও পর্যন্ত ২টো গাড়ি ঢুকেছে। এখনও অবধি ৮-৯ টন ইলিশ এসেছে। আরও গাড়ি ঢুকবে পরে। আজই আরও ৭-১০টা গাড়ি ঢুকবে। এই ইলিশ যাবে কলকাতায়। আগামিকাল থেকে বাজারে পাওয়া যাবে পদ্মার ইলিশ।” এই মাছ কেজি প্রতি ১৮০০ এমনকী ২ হাজার টাকা থেকে শুরু হতে পারে।