উত্তর ২৪ পরগনা: বরানগর প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলের ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় উঠে এল র্যাগিং তত্ত্ব। পরিবারের অভিযোগ, অত্যাধিক মাত্রায় র্যাগিং করা হয়েছে তাঁদের সন্তানকে। আর তার জন্যই আত্মহত্যা করেছেন বরানগরের NILD হাসপাতালের ডাক্তারি পড়ুয়া প্রিয়রঞ্জন সিং। বরানগর থানায় ইতিমধ্যেই ৯ জন ছাত্রের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত ছাত্রের দাদা প্রবীণ সিংয়ের অভিযোগ, ওই ছাত্রাবাসের ৯ জন ছাত্র তাঁর ভাইকে র্যাগিং করতেন। এর আগেও তাঁর ভাইয়ের ওপরে ওই ছাত্ররা মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছিলেন বলে অভিযোগ। পরিবারকে কিছুটা সেকথা জানিয়েছিলেন প্রিয়রঞ্জন। মানসিক অবসাদে বিপর্যস্ত হয়েই তাঁদের পরিবারের ছেলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ঘর থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। ত্রের দাবি, সেই নোটে লেখা রয়েছে, ‘আমি পারলাম না। আমায় মাফ কোরো।’ চিঠিতে এটাও উল্লেখ করেছেন, হস্টেলেরই কয়েকজন দাদা তাঁকে আগলে রেখেছিলেন। তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, বরাহনগরে বিশেষভাবে সক্ষমদের হাসপাতালের হস্টেলে প্রিয়রঞ্জন নামে ওই ছাত্র আত্মহত্যার চেষ্টা করেন। তবে তাঁকে ঝুলন্ত অবস্থাতেই উদ্ধার করেন বাকি আবাসিকরা। তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাকি আবাসিকরা। বিশেষভাবে সক্ষমদের হাসপাতালে আপৎকালীন পরিষেবা নেই কেন? কেন নেই আপত্কালীন অ্যাম্বুল্যান্স? প্রশ্ন তুলে হাসপাতালের গেট বন্ধ রেখে মঙ্গলবার সকাল থেকে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্ররা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরাহনগর থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান ছাত্ররা। পরে সঠিক তদন্তের আশ্বাসে বিক্ষোভ ওঠে। এবার হস্টেলেরই ছাত্রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ তুলল পরিবার।
উল্লেখ্য, এর আগে খড়্গপুর আইআইটি কলেজের হস্টেল থেকে এক ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। সেক্ষেত্রে ছাত্রের পরিবারের তরফে র্যাগিংয়ের অভিযোগ তোলা হয়। পরিবারের অভিযোগ ছিল, র্যাগিং করতে গিয়েই মেরে ফেলা হয়েছে, তারপর প্রমাণ লোপাট করতে দেহ বিকৃত করা হয়েছে। সেই মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন।