Barasat: দীর্ঘদিনের ‘ফেরার’ অভিযুক্ত গ্রেফতার হতেই পুলিশের গাড়িতে কিল-চড়-ঘুষি!

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 20, 2024 | 6:41 PM

Barasat: হাবরা থানার এজি কলোনি এলাকার বাসিন্দা গৌতম মণ্ডল। তাঁর দুই ছেলে চন্দন ও গৌরব। তাঁদের বিরুদ্ধে ফান্ডের ব্যবসায় প্রায় ৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। কিন্তু অভিযোগ ওঠার পর থেকেই ফেরার ছিলেন তিনি। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল।

Barasat: দীর্ঘদিনের ফেরার অভিযুক্ত গ্রেফতার হতেই পুলিশের গাড়িতে কিল-চড়-ঘুষি!
পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বারাসত:  টাকা তছরূপের দায়ে দীর্ঘদিনের ‘ফেরার’ এক অভিযুক্তকে গ্রেফতার। আদালতে পাঠানোর সময়ে পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পুলিশের জিপেই চলে হামলা। থাপ্পড়, কিল ঘুষি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাবড়া থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  হাবরা থানার এজি কলোনি এলাকার বাসিন্দা গৌতম মণ্ডল। তাঁর দুই ছেলে চন্দন ও গৌরব। তাঁদের বিরুদ্ধে ফান্ডের ব্যবসায় প্রায় ৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। কিন্তু অভিযোগ ওঠার পর থেকেই ফেরার ছিলেন তিনি। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল।

শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে আমডাঙা থানা এলাকা থেকে এক অভিযুক্ত চন্দনকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। গ্রেফতার খবর ছড়িয়ে পড়তেই হাবড়া থানায় ভিড় করেন প্রতারিতরা। অভিযুক্ত চন্দনকে বারাসাত আদালতে পাঠানোর সময় পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। চন্দনকে হাতে না পেয়ে গাড়ির ওপরেই চলে ঘুষি -থাপ্পড়। দীর্ঘদিন ধরেই চন্দনের বিরুদ্ধে অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে তাঁর বাবা-দাদার বিরুদ্ধে। কিন্তু গ্রেফতার না হওয়ায় ভেঙে পড়েছিলেন প্রতারিতরা। এদিন গ্রেফতারির পর এক পুলিশ কর্তার কৃতিত্ব মেনে নেন প্রতারিতরা।

Next Article