উত্তর ২৪ পরগনা: বাংলাদেশ দেশ নিয়ে চিন্তার শেষ নেই! সীমান্তে আগের থেকে আরও নজরদারি বাড়িয়েছে বিএসএফ। চলছে টহল। এরইমধ্যে আবার বাংলার এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সশস্ত্র সীমা বল বা এসএসবি-র রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠান। দেন বড় বার্তা। প্রসঙ্গত, ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে তার সিংহভাগই পশ্চিমবঙ্গের বুক চিরে গিয়েছে। তাই অনুপ্রবেশের আশঙ্কা সবথেকে বেশি বাংলাতেই। তা মানছেন সকলেই। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় নতুন করে উদ্বেগও বেড়েছে। প্রায়ই সীমান্তবর্তী জেলাগুলি থেকে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। উদ্বেগ রয়েছে ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তেও।
এই পেট্রাপোল সীমান্তেই পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির অধীনে পেট্রাপোল বন্দরে কর্মরত বিএসএফ জওয়ানদের জন্য তৈরি হয়েছে আধুনিক ভবন। ল্যান্ড পোর্ট অথরিটি সূত্রে খবর, সাড়ে তিন একর জমির উপরে তৈরি হয়েছে এই বিশেষ জায়গা। খরচ হয়েছে প্রায় ৩০ কোটি টাকা।
রয়েছে আলাদা আলাদা ৪টি ভবন। থাকছে অত্যাধুনিক সব সুবিধা। শুক্রবার শিলিগুড়ির অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রাপোল সীমান্তে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও বনগাঁর কাউন্সিলর দেবদাস মণ্ডল। ছিলেন বিভিন্ন দফতরের আধিকারিকেরা। এদিন আবার বড় দাবি করেছেন শান্তনু ঠাকুর। কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর জন্য আবেদন করেছেন বলে জানান তিনি। আবেদন গিয়েছে একেবারে রেলমন্ত্রীর দরবারে।