বারাকপুর: নোয়াপাড়া থানার পুলিশ ফেক কল সেন্টারের হদিশ পেলো ভবানীপুরে। সফট ইঞ্জিনিয়ারকে প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। বারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার হাতে ধরা পড়লো বড়োসড় ফেক কলসেন্টারের র্যাকেট। গ্রেফতার ৮ জন। এর মধ্যে দু’জন মহিলা। গারুলিয়ার বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুরজিত বাগচিকে বিমার টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেন বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে। আর সেই ফাঁদে পা দিয়েছেন ক্ষোভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
তবে পুলিশের অনুমান এই ফেক কল সেন্টারের র্যাকেট বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতে পারে। এই র্যাকেট কতো দূর বিস্তৃত তার তদন্তে নেমেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। ব্যারাকপুর আদালতের কাছে ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন ‘ জানিয়েছে নোয়াপাড়া থানার পুলিশ। ভবানিপুর চৌরংগি এলাকার ফেক কল সেন্টার থেকে ৪০ টি মোবাইল উদ্ধার এবং বেশ কিছু ডায়েরি উদ্ধার করছে পুলিশ।