CBI: এবার আর নেতা-মন্ত্রী নয়, বনগাঁয় বেছে-বেছে ১০ জনের কাছে গেল CBI-এর চিঠি

Supriyo Guha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 31, 2024 | 12:12 PM

Sankar Addhya: সিবিআই সূত্রে খবর, সংশ্লিষ্ট এলাকায় এখনও পর্যন্ত মোট দশ জনকে নোটিস দেওয়া হয়েছে। সূত্রের খবর,১ মার্চ ও ২ মার্চ দু'দফায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৫ জানুয়ারি রাত্রিবেলা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ফেরার পথে তারই বাড়ির কাছে ইডির গাড়ির উপর হামলার ঘটনা ঘটে।

CBI: এবার আর নেতা-মন্ত্রী নয়, বনগাঁয় বেছে-বেছে ১০ জনের কাছে গেল CBI-এর চিঠি
সিবিআই এর চিঠি গেল ৩০ জন তৃণমূল নেতার কাছে
Image Credit source: TV9 Bangla

Follow Us

সড়বেরিয়া: গত ৫ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানোর সময় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক। ওই দিন শুধু সড়বেরিয়া নয়, শঙ্কর আঢ্যর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েও আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনারও এবার তদন্ত শুরু করল সিবিআই। হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দেওয়া হয়েছে।

সিবিআই সূত্রে খবর, সংশ্লিষ্ট এলাকায় এখনও পর্যন্ত মোট দশ জনকে নোটিস দেওয়া হয়েছে। সূত্রের খবর,১ মার্চ ও ২ মার্চ দু’দফায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৫ জানুয়ারি রাত্রিবেলা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ফেরার পথে তারই বাড়ির কাছে ইডির গাড়ির উপর হামলার ঘটনা ঘটে। ঘটনার দিনের প্রাথমিক যে তথ্য প্রমাণ এবং এলাকা থেকে সিসি ক্যামেরার যেসব ফুটেজ তদন্তকারীরা হাতে পেয়েছেন, তা খতিয়ে দেখে ওই দিন যাঁরা যাঁরা জমায়েত করেছিলেন সেরকম বেশ কয়েকজনকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা।

ঘটনার দিনের যারা জমায়েত ও বিক্ষোভ দেখিয়েছিলেন, তাঁদের কার কী ভূমিকা ছিল এবার সেই বিষয়টিই স্পষ্ট ভাবে জানতে চান গোয়েন্দারা। ওই দিন রাতে শঙ্করের বাড়ির বাইরে কার নির্দেশে জমায়েত সংগঠিত হয়েছিল তাও খোঁজ করছেন আধিকারিকরা।

Next Article