সন্দেশখালি: একজনের কাছে চ্যালেঞ্জ সন্দেশখালির আন্দোলনের পুঁজি ঘরের মেয়ে হয়ে ঘরে তোলার। আরেকজন পুরনো চাল। শেখ শাহজাহান-শিবু হাজরাদের অনুপস্থিতিতে বিজেপির আশায় জল ঢেলে দুর্গ অটুট রাখার তাঁর কাছে চ্যালেঞ্জ। ভোটযুদ্ধের এই ময়দানে বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রচার সারার ৭২ ঘণ্টার মধ্যে সন্দেশখালিতে রবিবেলায় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম।
ব্যবধান বাহাত্তর ঘণ্টার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে সন্দেশখালিতে প্রচার করেন আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্র। রবিবার দুর্গ অটুট রাখার বার্তা নিয়ে আন্দোলনের ধাত্রীভূমিতে পৌঁছলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। বয়ারমারি, সরবেরিয়া-সহ বাসন্তী হাইওয়ে, ধামাখালি রোডের দু’ধারে তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় পতাকা নাড়িয়ে স্বাগত জানালেন তৃণমূলের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থীকে। কলাগাছি নদীর উপরে প্রার্থীর সমর্থনে তৃণমূলের নৌকা মিছিল সেই শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করল। সন্দেশখালির জেটি ঘাটে থিকথিক করছে সমর্থকদের ভিড়। শঙ্খধ্বনি, ধামসা, মাদল, ঢাকের বোলে টোটোয় চড়ে নির্বাচনী প্রচার পথে সন্দেশখালি যাত্রা শুরু হল হাজি নুরুলের।
ঠিক যে পথ দিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালি পরিক্রমা শুরু করেছিলেন সেই পথেই এগোল হাজি নুরুলের টোটো। শাসকদলের মিছিল যত এগিয়েছে কর্মী-সমর্থকেরা গলার শিরা ফুলিয়ে তত বেশি করে মুখরিত করেছে সন্দেশখালির আকাশ বাতাস। প্রচণ্ড গরমে তৃণমূল প্রার্থীকে স্বস্তি দিতে অনুগামীদের হাতে ছিল ব্যাটারি চালিত ফ্যান। প্রখর রোদ থেকে বাঁচতে কখনও চাদর, কখনও ছাতা, কখনও আবার দলীয় পতাকা প্রার্থীর মাথায় মেলে ধরেছেন কর্মী-সমর্থকরা।
পুকুর পাড়া হয়ে প্রান্তিক ক্লাবের রাস্তা ধরে টোটোর মধ্যে বসে হাসিমুখে হাত নাড়তে নাড়তে এগিয়ে গেলেন শাসকের প্রার্থী। এদিন সন্দেশখালির ভোটারদের সঙ্গে খুব একটা বাক্য বিনিময় করার পথে হাঁটেননি হাজি সাহেব। কথা যা বলার বলেছে তৃণমূল কর্মী-সমর্থকদের দীর্ঘ মিছিল।
বসিরহাট লোকসভা কেন্দ্রের সাত বিধানসভার মধ্যে সন্দেশখালিই তৃণমূলের কাছে স্পর্শকাতর। সেই কথা মাথায় রেখেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সন্দেশখালির তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, নারীর অসম্মানের অভিযোগ ছিল বিজেপির নাটক।
তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, “আমরা সন্দেশখালি জিতবই। সন্দেশখালির সংগঠন যে অটুট তা বুঝিয়ে দিয়েছেন আজকের হাজার হাজার মানুষের জমায়েত। এত গরম, প্রখর রোদ। তারপরও মা, বোনেরা, সকলে যেভাবে এসেছেন এবং উৎসাহের সঙ্গে এসেছেন।”
বসিরহাটের মাটিতে অভিজ্ঞ হাজি নুরুল কী বলছেন? অস্বস্তির কাঁটা শেখ শাহজাহান, শিবু হাজরাকে বললেন ক্লোজড চ্যাপ্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি প্রার্থী রেখা পাত্রকে যে পাত্তা দিতে চাইছেন না তাও বোঝালেন। হাজি নুরুল ইসলাম বলেন, “আমি যখন আসি সন্দেশখালিতে রাস্তায় মানুষের উচ্ছ্বাস দেখেছি। মহিলারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন। প্রতিবাদী মঞ্চের মহিলারা যোগ দিয়েছেন। এখানে এসে বলছেন আমাদের ভুল বোঝানো হয়েছিল। আমরা যে জায়গায় ছিলাম, সেই জায়গায় ফিরে এসেছি। ওরা নিজেরাই স্লোগান দিল। সন্দেশখালি থেকে জেতা নিয়ে নিয়ে কোনও সংশয়ই নেই।”
এখানে আত্মবিশ্বাসী হলেও ফুটনোটে সভার উদ্দেশে হাজি নুরুলের বক্তব্যও তাৎপর্যপূর্ণ। যেখানে নারীদের অম্মানের অভিযোগ তৃণমূল উড়িয়ে দিলেও প্রার্থীকে বলতে শোনা গেল, জয়ী হলে তিনি সন্দেশখালিতে নারী সুরক্ষা প্রতিষ্ঠিত করবেন। নারী সুরক্ষা তাহলে সন্দেশখালিতে প্রতিষ্ঠা করার প্রয়োজন রয়েছে?
হাজি নুরুল ইসলামের মুখে সন্দেশখালিকে নতুন করে সাজানোর কথা, সন্দেশখালিতে শান্তি প্রতিষ্ঠার কথা। তিনি বলেন, “আমরা ২ কোটির চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিইনি। উন্নয়ন করেছি। আর দেশের মধ্যে বাংলায়ই নারীরা সবথেকে সুরক্ষিত।” বিজেপি প্রার্থী রেখা পাত্র অবশ্য বলছেন, মানুষ সব দেখেছেন। তারই নিরিখে ভোটও দেবেন।