বসিরহাট: শীতের ভোর। লেপ কম্বলে মুড়ে ঘুমোচ্ছে গোটা পাড়া। ঘুমাচ্ছিলেন সেই বাড়ির লোকও। আচমকাই বাড়ির পোষ্যগুলো তারস্বরে চিৎকার করতে শুরু করে। সেই চিৎকার আর্তনাদ। বুক ফাটা সেই আর্তনাদেই ঘুম ভেঙেছিল বাড়ির সদস্যদের। আর যতক্ষণে তাঁরা ঘর থেকে বেরিয়ে আসেন, জ্যান্ত দগ্ধ হয়েছে পোষ্যদের অনেক। ভোররাতে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর। মৃত একাধিক গবাদি পশু। ক্ষতি কয়েক লক্ষ টাকা। বসিরহাটের মিনাখাঁ থানার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের ছয় আনি গ্রামের ঘটনা।
বুধবার ভোর রাতে মনিরুল মোল্লার বাড়ির গোয়ালঘরে আগুন লাগে। বাড়ির সদস্যরা প্রথমে বিষয়টি দেখতে পাননি। পোষ্যদের চিৎকারেই ঘুম ভাঙে তাঁদের ও পাড়া প্রতিবেশীদের। দাউ দাউ করে তখন জ্বলছিল গোয়ালঘরে। বাড়ি-পুকুর থেকে বালতি, গামলা করে জল এনে ঢালা শুরু হয়।
কিন্তু কোনওভাবেই গোয়ালঘরের ভিতর ঢোকা সম্ভব হয়নি। পোষ্যদের জ্যান্ত চোখের সামনে জ্বলে ছাই হতে দেখেছেন বাড়ির মালিক। যতক্ষণে আগুন নেভানো সম্ভব হয়, গোয়াল ঘরের আশি শতাংশই পুড়ে যায়।
বাড়ি মালিকের দাবি, তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, বসিরহাট থেকে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই পুড়ে ছাই হয়ে যায় গোয়ালঘরটি। তবে গ্রামবাসীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ছয়আঁনি গ্রামের একাধিক বাড়ি। ঘটনাস্থলে গিয়ে মিনাখাঁ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এর পিছনে গ্রাম্য কোনও অন্তর্ঘাত অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছেন কিনা, সেটাও তদন্ত সাপেক্ষ। সেই বিষয়টি খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।