Naihati: মারতে মারতে মেরেই ফেলল, লেজ ধরে ফেলে দিল বাইরে, চরম অমানবিকতার সাক্ষী নৈহাটি

Ananta Chattopadhyay | Edited By: জয়দীপ দাস

Dec 12, 2023 | 11:16 PM

Naihati: এলকাবাসীর দাবি, এই প্রথম নয়, আগেও ওই মহিলা শুধু কুকুরছানা নয়, শিশুদেরও কাটারি নিয়ে তাড়া করেছেন। থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু, তিনি মানসিক বিকারগ্রস্ত বলে পুলিশ ছেড়ে দেয়। এবার কুকুর মারার ঘটনার পরেও নৈহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Naihati: মারতে মারতে মেরেই ফেলল, লেজ ধরে ফেলে দিল বাইরে, চরম অমানবিকতার সাক্ষী নৈহাটি
ঘটনায় জোর শোরগোল এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

নৈহাটি: চরম অমানবিকতার সাক্ষী নৈহাটি। লাঠি দিয়ে বেধড়ক মারা হচ্ছে দু’টি কুকুরছানাকে। প্রাণের ভয়ে চিল-চিৎকার করছে ছোট্ট বাচ্চা দু’টি। কিন্তু, তাতে হুঁশ নেই মহিলার। একজনকে তো মারতে মারতে মেরেই ফেলা হল। নিস্তেজ দেহটাকে টানতে টানতে নিয়ে আসা হল বাড়ির বাইরে। সেখানেই ফেলে দেওয়া হল। এদিন এই ভয়াবহ ছবি দেখা গিয়েছে নৈহাটি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পাল বাগান অঞ্চলে। তা দেখে আঁতকে উঠছেন এলাকার বাসিন্দারা। 

এলাকাবাসীর দাবি, এই প্রথম নয়, আগেও ওই মহিলা শুধু কুকুরছানা নয়, শিশুদেরও কাটারি নিয়ে তাড়া করেছেন। থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু, তিনি মানসিক বিকারগ্রস্ত বলে পুলিশ ছেড়ে দেয়। এবার কুকুর মারার ঘটনার পরেও নৈহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, প্রশাসনের উচিত উপযুক্ত ব্যবস্থা নেওয়া। মানসিক সমস্যা থাকতে তাঁকে মানসিক হাসাপাতালে পাঠানো হোক। পরিবারের সদস্যদেরই সবার আগে এই উদ্যোগ নেওয়া উচিত। 

প্রসঙ্গত, এদিন এ ঘটনার পরই পালঘাট রোডে আসেন পশুপ্রেমী সংগঠনের বেশ কিছু সদস্য। অভিযোগ, এদিন তাঁদের উপরেও চড়াও হন ওই মহিলা। এলাকার অন্য বাসিন্দারা গিয়ে তাঁদের ওই মহিলার হাত থেকে উদ্ধার করেন। যদিও অভিযুক্ত মহিলাকেও কয়েকজন চড়-থাপ্পর দেন। বাদানুবাদও চলে বেশ কিছুক্ষণ। কেউ কেউ আবার অভিযুক্ত মহিলার কঠোর শাস্তিরও দাবি তুলেছেন। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়।

Next Article