ভাটপাড়া: উত্তর ২৪ পরগনায় শাসকদলের গোষ্ঠী কোন্দল যেন থামছেই না। এবার প্রকাশ্য মঞ্চ থেকে ভাটপাড়া পৌরসভার প্রাক্তন উপ- পৌরপ্রধান এবং কাউন্সিলের দাবি, বর্তমান যিনি ভাটপাড়ার পৌরসভার পুরপ্রধান রয়েছেন তিনি কখনও তৃণমূল কংগ্রেস করেনি! সেই বিষয়টি ভাবতেই লজ্জা হচ্ছে তাঁদের। আর এই ঘটনার পরই চাঞ্চল্য উত্তর ২৪ পরগনায়।
ভাটপাড়া পৌরসভা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে জলঘোলা। কখনো সিআইসি মিটিং,কখনো আবার বিভিন্ন রকম পৌরসভার কাজ নিয়ে সরব হচ্ছেন তৃণমূলের কাউন্সিলেররাই। কারণ ভাটপাড়া পৌরসভার ৩৫টা ওয়ার্ড ৩৫ টাই তৃণমূলের দখলে। কিন্তু অনেকেরই অভিযোগ এই পৌরসভা চালান বিধায়ক সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যাম। যেখানে পুরপ্রধান রেবা রাহা। অর্থাৎ খাতায় কলমে রেবা রাহা পুরপ্রধান পদে থাকলেও তার জায়গায় কাজ করছেন সঞ্জয়। এমনই অভিযোগ।
কাউন্সিলরদের অভিযোগ, ভাটপাড়া পৌরসভার যিনি পৌরপ্রধান রয়েছেন তিনি সোমনাথ শ্যাম এবং সঞ্জয় শ্যামের মা রেবা রাহা। ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার প্রশ্ন? রেবাদেবী কী করে এই পদের অধিকারী হন ? সারা জীবন তিনি কংগ্রেস করে এসছেন। পাশাপাশি কাউন্সিলরদের আরও অভিযোগ, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে।
যদিও, সোমনাথ শ্যামের দাবি, যারা এই অভিযোগ করছেন তাঁরা সবাই বিজেপি। সঞ্জয় পৌরসভার যান। তিনি মানুষের জন্য কাজ করেন। অপরদিকে, ভাটপাড়ার পৌরসভার উপ-পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ আবার সঞ্জয় শ্যাম সম্পর্কে বলেন নীতিগত দিক থেকে পারে না। যেহেতু ওনার মায়ের বয়স হচ্ছে। তাই তিনি আসেন কাগজপত্র দেখে দেন। এত অন্য কারোর অসুবিধা হচ্ছে না। ওদেরই হচ্ছে। বস্তুত, দলীয় কোন্দল থামাতে বারংবার বার্তা দিয়ে এসেছে তৃণমূল। আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গে কাজ করার পরামর্শও দিয়েছেন। এমনকী উত্তর ২৪ পরগনার জন্য সাত জন সদস্যকে নিয়ে কোর কমিটিও গঠিত হয়েছিল।