উত্তর ২৪ পরগনা: দুটি গাড়ির গতিবেগই স্বাভাবিকের থেকে বেশি ছিল। কাছাকাছি চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি কেউই। বাস আর এক যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে নয়ানজুলিতে উল্টে যায় যাত্রীবাহী বাস। ঘটনায় আহত হয়েছেন ২০ জন। ২ জনের অবস্থা আশঙ্কজনক। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার বোলতলা জোড়া বটতলা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ-লেবুখালি রোডে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস বসিরহাটের দিকে যাচ্ছিল। সামনে চলে আসে একটি গাড়ি। দু’জনের মধ্যে রেষারেষি শুরু হয়। এরই মধ্যে আরও একটি মোটর বাইক চলে আসে পাশে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রেষারেষির জেরে মোটর বাইকটিকে পাশ দিতে গিয়ে গাড়িটিকে ধাক্কা মেরে সোজা নয়নজুলিতে গিয়ে পড়ে যায় যাত্রীবাহী বাসটি।
যাত্রীদের চিৎকারেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেন থানায়। প্রাথমিকভাবেই তাঁরাই উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে তুলে আনা হয়। পুলিশ গিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। সব মিলিয়ে মোট ২০ জনকে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। বাকি দু’জনের অবস্থা খুব গুরুতর। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাস ও ছোট পণ্যবাহী গাড়িটির মধ্যে রেষারেষি চলছিল। মোটরবাইকটিকে পাশ কাটাতে গিয়েই এই দুর্ঘটনা। ঘটনাস্থলে ক্রেন নিয়ে যাওয়া হয়। বাসটিকে তোলা হয় ধীরে ধীরে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। বাসের চালক, খালাসি, ছোট গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।