উত্তর ২৪ পরগনা: মাছের ভেড়ি থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার। ভেড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তির বয়স বছর পঁয়ত্রিশ হবে।
বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। মেছো ভেড়িতে দেহটি ভেসে ছিল।
প্রত্যক্ষদর্শীরাই হাড়োয়া থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কিন্তু তার নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত দেহটি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে হাড়োয়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেউ মেরে ফেলে দিয়ে গেছে নাকি নিজেই কোনওভাবে জলে পড়ে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে আদৌ পুরনো শত্রুতাজনিত কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সমস্তটাই খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।