উত্তর ২৪ পরগনা: দুই পরিবারের মধ্যে বচসা, অশান্তি অতঃপর মারধর। ধারাল অস্ত্র দিয়ে মহিলাকে কোপানোর অভিযোগ। থানায় অভিযোগও দায়ের হয়। কিন্তু তাতেও মিটল না সমস্যা। থানায় অভিযোগ দায়েরের ৪৮ ঘণ্টা যেতে না যেতেই ফের একই ইস্যুতে বচসা দুই পরিবারের। উঠল মারধরেরও অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের শ্বেতপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ ডিসেম্বর শনিবার সকালে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষ হয় দুই পরিবারের মধ্যে। তারপরে চলে মারধর। এমনকি জমির মালিককে কোপানো হয় বলেও অভিযোগ ওঠে। বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুর গ্রামের সেই ঘটনায় বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিল আক্রান্ত পরিবার।
কিন্তু ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই পুনরায় দুষ্কৃতীদের আক্রমণের শিকার মাহবুর মোল্লার পরিবার। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে প্রতিবেশী আজিজুল মোল্লার সঙ্গে জমি জায়গা নিয়ে বিবাদ রয়েছে মাহবুর মোল্লার পরিবারের। আর তার জেরেই গত শনিবার আক্রান্ত হন মাহাবুর মোল্লার সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা। ১৭ তারিখেই বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে মাহবুর মোল্লার পরিবারের সদস্যরা। অভিযোগ, বসিরহাট থানায় জমা পড়া সত্ত্বেও পুনরায় সোমবার ভোরে মাহবুর মোল্লার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সংবাদমাধ্যমের সামনে পরিবারের সদস্যরা জানান, সোমবার ভোররাতে একদল দুষ্কৃতী তাঁদের বাড়ির উপর চড়া হয় এবং বাড়ি ভাঙচুর করে। যদিও যাঁদের বিরুদ্ধে অভিযোগ সেই আজিজুল মোল্লার পরিবারের প্রায় সকল সদস্যই বাড়িতে নেই। তাঁর পরিবারের এক সদস্য দাবি করেন, এই ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। লিখিত অভিযোগের পরেও পুলিশ কী তাহলে আক্রান্ত মাহবুর মোল্লার পরিবারকে নিরাপত্তা দিতে পারল না? উঠছে একাধিক প্রশ্ন। যদিও বাড়ি ভাঙচুরের এই ঘটনায় বসিরহাট থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।