Basirhat: ইটভাটার পাশে জলাশয় থেকে উদ্ধার শিশুকন্যার দেহ, চাঞ্চল্য

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 07, 2023 | 11:16 AM

Basirhat: পরিবার সূত্রে জানা যায়, ১০ বছরের শিশু কন্যা অনন্যা মণ্ডল। তাঁর বাবা শুভেন্দু মণ্ডল ও মা শ্যামলী। বাবা-মা গোপালপুরের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে। সেখানেই তাঁরা থাকতেন।

Basirhat: ইটভাটার পাশে জলাশয় থেকে উদ্ধার শিশুকন্যার দেহ, চাঞ্চল্য
বসিরহাটে শিশুকন্যার দেহ উদ্ধার

Follow Us

বসিরহাট:  কর্মসূত্রে দম্পতি ইটভাটাতেই কাজ করেন। সকালে যখন কাজে বের হন, বাচ্চা মেয়েটাকে সঙ্গে নিয়েই যেত। কিন্তু শুক্রবার ভোর থেকেই বাচ্চা মেয়েটাকে ঘরে দেখতে পাচ্ছিলেন না বাবা-মা। খোঁজ শুরু করেন। ইটভাটার অন্যান্য কর্মীরাও খোঁজ শুরু করেন। পরে দেখা যায়, পাশেই একটা জলাশয়ে ভাসছে শিশুকন্যাটি। ইট ভাটার পাশের জলাশয় থেকে শিশু কন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাড়োয়ায়। বসিরহাটের হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীবাড়ি এলাকার ঘটনা।
পরিবার সূত্রে জানা যায়, ১০ বছরের শিশু কন্যা অনন্যা মণ্ডল। তাঁর বাবা শুভেন্দু মণ্ডল ও মা শ্যামলী। বাবা-মা গোপালপুরের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। সেখানেই তাঁরা থাকতেন।

শুক্রবার ভোর থেকেই নিখোঁজ ছিল অনন্যা। সকালে হঠাতেই ইটভাটার পাশে জলাশয় থেকে অনন্যা মণ্ডলের নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপর খবর দেওয়া হয় হাড়োয়া থানায়। পুলিশ গিয়ে ওই শিশু কন্যার দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, খেলা করতে গিয়ে জলে পড়ে মৃত্যু হয়েছে ওই শিশুর। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু? না কেউ পুকুরে মেরে ফেলে দিয়েছে? সবটাই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

Next Article