Basirhat: পেট্রল পাম্পে আগুন, তেল নিতে এসে অগ্নিদগ্ধ তিন যুবক

Saumav Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 20, 2023 | 11:58 AM

Basirhat: জানা গিয়েছে, শাহানুর মোল্লার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে অন্যত্র স্থানান্তরিত করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাড়োয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় কোনওরকমে আগুন নিয়ন্ত্রণে আসে।

Basirhat: পেট্রল পাম্পে আগুন, তেল নিতে এসে অগ্নিদগ্ধ তিন যুবক
অগ্নিদগ্ধদের হাসপাতালে পাঠানো হচ্ছে
Image Credit source: TV9 Bangla

Follow Us

বসিরহাট: পেট্রোল পাম্পের পাশে বৈদ্যুতিক হিটার থেকে লাগল আগুন। অগ্নিদগ্ধ তিন যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বসিরহাটের হাড়োয়া থানার সোনাপুকুর-শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রাম সংলগ্ন একটি পেট্রোল পাম্পের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা কুড়ি বছরের মুকেশ কুমার সাউ, শঙ্করপুর সংলগ্ন ওই পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন। সে কারণেই পেট্রোল পাম্পে তিনি রাত্রিবাস করতেন এবং সেখানেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতেন। বুধবার গভীর রাতে তিনি রান্না করছিলেন বৈদ্যুতিক হিটারে। মনে করা হচ্ছে, তখনই কোনওভাবে হঠাৎ আগুন লেগে যায়। ঘটনায় অগ্নিদগ্ধ হয় কুড়ি বছরের মুকেশ কুমার সাউ।

পেট্রোল পাম্পে সে সময়ে পেট্রোল নিতে এসেছিল বছর ছাব্বিশের শাহানুর মোল্লা ও কুড়ি বছরের জাহাঙ্গির মোল্লা। তাঁকে বাঁচাতে গিয়ে ওই দুই যুবকও গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের তিন জনকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।

জানা গিয়েছে, শাহানুর মোল্লার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে অন্যত্র স্থানান্তরিত করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাড়োয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় কোনওরকমে আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দাহ‍্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। তবে শর্ট সার্কিট থেকে আগুন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। সমস্তটাই খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।

তবে গোটা পেট্রল পাম্পে আগুন ছড়িয়ে পড়লে, বড় বিপদ ঘটতে পারত আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ ও স্থানীয় বাসিন্দারাও।

Next Article