বসিরহাট: তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠক করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধর। উভয় পক্ষের আহত ১০। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী এলাকার ঘটনা। তৃণমূলের এক গোষ্ঠী নতুন ভাবে দলীয় কার্যালয় তৈরি করছিল। আর সেখানেই গন্ডগোলের সূত্রপাত হয়। সোমবার রাতে একদল তৃণমূল নেতাকর্মী সমর্থক সেই কার্যালয়ে ভাঙচুর চালায়। সেই খবর পেয়ে তৃণমূলের ওপর গোষ্ঠী অর্থাৎ স্বরূপনগর উত্তর ব্লকের সভাপতি জিয়াউর রহমানকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলেরই অপর গোষ্ঠীর দিকে।
পাশাপাশি ডান হাতে দুটো আঙুল ভেঙে দেয় বলে অভিযোগ। এই গন্ডগোলের থেকে রেহাই পাননি বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আনিসউদ্দিন গাজি। তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় স্বরূপনগর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা তৃণমূলের ব্লক সভাপতি ও তৃণমূল অঞ্চল সভাপতিকে উদ্ধার করে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
জানা যাচ্ছে, তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে ওই দুই তৃণমূল নেতাকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দু’পক্ষের আহত হয়েছেন মোট ১০ জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের মাথায় ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীই মুখে কুলুপ এঁটেছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে শাসক দল। প্রসঙ্গত, চলতি মাসের ১০ তারিখে বনগাঁয় নবজোয়ার কর্মসূচিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই বনগাঁ সাংগঠনিক জেলার এই ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে শাসক দল। গোষ্ঠীকোন্দলের ফলে এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন রয়েছে RAF ও বিশাল বাহিনী।