Bengal STF: নীলগঞ্জে বিস্ফোরণের পরই পালিয়েছিল ভিন রাজ্যে! বাংলায় পা রাখতেই ধরা পড়ল মূল চক্রী

সুজয় পাল | Edited By: Soumya Saha

Sep 01, 2023 | 5:39 PM

Bengal STF: গোপন সূত্র মারফত খবর পেয়ে দমদম বিমানবন্দর চত্বরের বাইরে ওঁৎ পেতে বসে ছিলেন অফিসাররা। আর তাতেই আসে সাফল্য। বৃহস্পতিবার সন্ধেয় বিমানবন্দরের বাইরে থেকে পাকড়াও করা হয় দত্তপুকুরের বেআইনি বাজি সরবরাহ কারবারের মূল পান্ডাকে।

Bengal STF: নীলগঞ্জে বিস্ফোরণের পরই পালিয়েছিল ভিন রাজ্যে! বাংলায় পা রাখতেই ধরা পড়ল মূল চক্রী
নীলগঞ্জ বেআইনি বাজি কারবারের মূল পান্ডা
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: দত্তপুকুরে বিস্ফোরণকাণ্ডের পর থেকে বেআইনি বাজি উদ্ধার করতে ফের নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। জায়গায় জায়গায় হানা দিচ্ছে। বেআইনি বাজির গোডাউনে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বাজি বাজেয়াপ্ত হচ্ছে। আর এসবের মধ্যেই বড় সাফল্য রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের। দত্তপুকুরে বেআইনি বাজি কারবারের মূল চক্রীকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতের নাম মহম্মদ নজরুল ইসলাম। কলকাতা বিমানবন্দর চত্বর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্র মারফত খবর পেয়ে দমদম বিমানবন্দর চত্বরের বাইরে ওঁৎ পেতে বসে ছিলেন অফিসাররা। আর তাতেই আসে সাফল্য। বৃহস্পতিবার সন্ধেয় বিমানবন্দরের বাইরে থেকে পাকড়াও করা হয় দত্তপুকুরের বেআইনি বাজি সরবরাহ কারবারের মূল পান্ডাকে।

জানা যাচ্ছে, দত্তপুকুরে ভয়ঙ্কর বিস্ফোরণের পরপরই এলাকা থেকে চম্পট দিয়েছিল মহম্মদ নজরুল ইসলাম নামে ওই মূল চক্রী। সূত্রের খবর, রাজ্যের বাইরে চেন্নাইয়ে পালিয়ে গিয়েছিল সে। সেই সঙ্গে প্রচুর পরিমাণে বেআইনি বাজি ট্রাকে বোঝাই করে বাইরে পাচার করে দেওয়ার চেষ্টা করছিল। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে আগেই এমন বেশ কয়েকটি ট্রাক পাকড়াও হয়েছে। গত ২৯ অগস্ট এক বিশেষ অভিযানে পাঁচটি ট্রাক আটকেছিল এসটিএফ। প্রতিটি ট্রাকেই বোঝাই করা ছিল বেআইনি বাজি। সেই ঘটনায় দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং আমডাঙা থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু করে তদন্ত চলছে।

সেই সূত্র ধরেই তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে এই নজরুলের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এসটিএফের অফিসাররা গোপন সূত্র মারফত জানতে পারেন, গতকাল কলকাতা বিমানবন্দর চত্বর দিয়ে রাজ্যে ফিরে আসবে নজরুল। সেই মতো আগে ভাগে প্রস্তুত ছিলেন অফিসাররা। তাতেই ধরা পড়ে যায় দত্তপুকুর বাজি বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রী।

Next Article