জগদ্দল: ফের খবরের শিরোনামে জগদ্দল। রবিবারের সকালে বোমা ও গুলির শব্দে আতঙ্কিত এলাকাবাসী। জগদ্দল থানার ৩০ মিটারের মধ্যেই এক তৃণমূল নেতাকে গুলি ও বোমা ছুড়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, আহতের নাম অশোক সাউ। তিনি পেশায় ব্যবসায়ী। ভাটপাড়া এলাকায় পালঘাট রোডে তাঁর একটি ক্যাফে রয়েছে। এ দিন, সকালে বাজারে বেরিয়েছিলেন অশোক। অভিযোগ, তখনই তাঁকে লক্ষ্য করে পাঁচজন দুষ্কৃতী গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট্র হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। তাঁর পিঠ ঘেঁষে বেরিয়ে যান। গোটা ঘটনায় আরমান নামে এক ব্যক্তির দিকে আঙুল তুলেছেন অশোক। তাঁর বক্তব্য আরমানের লোকজন তাঁকে গুলি করেছে। অশোক বলেন, “আমাকে প্রথমে পিছন থেকে বোমা মেরেছে। এরপর গুলি করেছে। পিঠ ঘেঁষে ভেঙেছে। ওরা আমাকে মারার প্ল্যান করেছে অনেকদিন ধরেই। আরমানের দলবল এই কাজ করেছে।” আক্রান্তের দিদি বলেন, “দাদা চা খেতে বেরিয়েছিল। সেই সময় গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে।” ঘটনার পর তদন্তে নেমেছেন ব্যারাকপুর থানার পুলিশ কমিশনার অশোক রাজোরিয়া। আটক করা হয়েছে আরমানকে।
যদিও সাংসদ অর্জুন সিং অশোক সাউকে দলের নেতা মানতে নারাজ। তাঁর বক্তব্য, “অশোক সাউয়ের তিন বছর ধরে দলের সঙ্গে কোনও যোগ নেই। আকাশ নামে এক অপরাধীকে খুনের ঘটনায় অভিযুক্ত ছিল সে।” তিনি আরও বলেন, “ক্রিমিনালদের রাজনিতিতে জায়গা দিলে এরকম বোম গুলির ঘটনা আরও ঘটবে।
ক্রিমিনালদের ক্রিমিনালের মতো রাখতে হবে। না হলেই মাথায় উঠে বসবে। আর এইসব ঘটনা ঘটে চলবে।না হলে ক্রিমিনালদের রাজনৈতিক নেতারা ভয় পাবে।”