ভাটপাড়া: ভাড়াটিয়া উচ্ছেদ করতে আগ্নেয়াস্ত্র নিয়ে গুন্ডাবাহিনী পাঠিয়ে তাণ্ডবের অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ১২ নম্বর গলিতে। শনিবার রাতের ঘটনা। ভাড়াটিয়া কান্তি বাসফোরের অভিযোগ, মাঝরাতে ১৫-২০ জনের দল মুখে গামছা, মাস্ক পেঁচিয়ে অতর্কিতে হানা দেয়। দাদাকে ঘরে থেকে টেনে বাইরে বের করে মাথায় ও পেটে পিস্তল ঠেকিয়ে ঘর খালি করার হুমকি দেয় বলে অভিযোগ। ঘরেও ব্যাপক ভাঙচুর ও লুঠপাট চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, কুন্তির দাদা শ্যাম বাসফোর কাঁকিনাড়া জুটমিলের ঠিকা শ্রমিক। ভাড়াটিয়া পক্ষের অভিযোগ, ঘর ছেড়ে দেওয়ার জন্য বাড়িমালিক বারবার চাপ দিতে থাকেন। তা নিয়ে দুপক্ষের মধ্যে বারবার অশান্তিও হয়েছে। এত তাড়াতাড়ি তাঁরা বাড়ি জোগাড় করতে পারছিলেন না। তাই বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাড়ি ছেড়ে দিতে পারেননি তাঁরা।
অভিযোগ, এরপরই জোর করে উচ্ছেদ করার চেষ্টা করতে থাকেন মালিক। মাঝ রাতে ঘরে লোক ঢুকিয়ে হামলা-ভাঙচুর চালানো হয়। এমনকি আগ্নেয়াস্ত্র প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভাড়াটিয়াই ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গুন্ডা পাঠিয়ে ভাঙচুর ও হুমকির অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মালিক পক্ষের রাজীব শর্মা। তাঁর দাবি, গোটা বিষয়টিই ভাড়াটিয়াদের সাজানো।
বাড়িমালিক বলেন, “ওরা ৭০ বছর ধরে ভাড়া রয়েছে। ওর মা ভাড়া নিয়েছিলেন। তিনি লিখে গিয়েছিলেন, যতদিন বেঁচে আছেন, ভাড়া দিয়ে থাকবেন। তাঁর মৃত্যুর পর ছেলে বলতে থাকে, টাকার সমস্যা বোনের বিয়ে দেব, তারপর থেকে ভাড়া দেব। তারপরও ৬-৭ বছর হয়ে গিয়েছে। এখনও ভাড়া দেয় না। আমি তো বলছি, ওদের আমাদের ঘর খালি করে দেও।”