ভাটপাড়া: বন্দুক হাতে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এক যুবক। ভাটপাড়ার এক ‘ছাত্রনেতা’র এমন ছবি ভাইরাল হওয়ার পর তোলপাড় রাজ্য-রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে দেখা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও ছবি রয়েছে শুভাশিস ছাত্রনেতা নামে ওই ছাত্রনেতার। এই বিষয়ে প্রশ্ন উঠলে তৃণাঙ্কুরের উত্তর, ‘আমরা তো পাবলিক ফিগার। এমন অনেক ছবি আছে। ছবি থাকতেই পারে।’
এলাকায় শুভাশিসকে সবাই শাসক দলের ছাত্রনেতা হিসেবেই চেনেন। তবে নাম শুনে তৃণাঙ্কুর বললেন, “নেতা কীভাবে হল, কোন পদে আছে সে। যে কাউকে নেতা বলা যায় না। এভাবে দলের নাম বদনাম করা হচ্ছে।”
তৃণাঙ্কুর আরও জানান, তিনি ব্যারাকপুর সাবডিভিশনের একজন ছেলে। তিনি বলেন, “সেখানে আমি দীর্ঘদিন রাজনীতি করি। আমার সঙ্গে বহু মানুষের এমন ছবি আছে। আমরা তো পাবলিক ফিগার। অনেকেই ছবি তুলে থাকে ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।”
সেই সঙ্গে তৃণমূল নেতার দাবি, ছবি থাকলেই যে কোনও ঘটনার দায়ভার চাপানো যায় না। তাঁর মতে, পরিচিত মুখ হলে কারও সঙ্গে ছবি থাকবেই। আর ভাটপাড়ায় ঘটনায় ইতিমধ্যেই খোঁজ নিয়েছেন তৃণাঙ্কুর। তিনি বলেন, “আমি যা জেনেছি, তা হল এটা একটা খেলনা বন্দুক। ইয়ার্কি মেরে ছবিটা তোলা।”
তবে এই ঘটনায় সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা। বাম নেতা সুজন চক্রবর্তী থেকে বিজেপি নেতা অর্জুন সিং, সবাই বলছেন, তৃণমূলে জোরজুলুম, তোলাবাজির সংস্কৃতি তৈরি হয়েছে, এটা তারই প্রতিফলন।