বারাসত: কোথাও খোলা হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ, কোথাও লক্ষ্মীপুজোর। এদিকে হাতে আর ক’টা দিন। তারপরেই কালীপুজো। তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে দিকে দিকে। বড় কালীপুুজো হয় বারাসতে। কিন্তু, দানার ভয় গ্রাস করেছে পুজো উদ্যোক্তাদের মধ্যে। ময়দানে নামল প্রশাসন। দুর্যোগের মধ্যে বারাসাতে কালী পুজো কমিটিগুলিকে মণ্ডপের উপরে উঠে কাজ করায় নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। ঝড়ের আবহে যাতে উঁচুতে উঠে কাজ না করা হয় সে বিষয় দেখতে বলা হয়েছে।
এদিনই আবার ৯ জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। সেখানেও উঠে এসেছে কালীপুজোর প্রসঙ্গ। যে সব জেলায় ইতিমধ্যেই কালীপুজোর মণ্ডপ তৈরি করা হয়ে গিয়েছে সেগুলির বাঁধন যাতে কোনভাবে আলগা না থাকে তার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে ওই বৈঠকে।
অন্যদিকে বারসতে বিশেষ নজর তো রয়েছে সেই সঙ্গে সামগ্রিকভাবে উত্তর ২৪ পরগনা জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ-সহ নদীমাতৃক এলাকাগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। মাঠে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল। ইতিমধ্যে দলের লোকজন হাসনাবাদারে সমস্ত পয়েন্টে পয়েন্টে পৌঁছে গিয়েছে। স্পিড বোটে চলছে নজরদারি। বৃহস্পতিবার সকাল থেকে নদী পারাপার সম্পূর্ণভাবে বন্ধ থাকছে।